Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চায়েতের বোর্ড গঠন কে কেন্দ্র করে অগ্নিগর্ভ চৈতন্যপুর

পঞ্চায়েতের বোর্ড গঠন কে কেন্দ্র করে অগ্নিগর্ভ চৈতন্যপুর১১ ই আগস্ট সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত তিনটি পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার দিন ঠিক ছিল। চৈতন্যপুর জয়নগর এবং হোড়খালি। সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে চৈতন্যপুর মোড় বেলা বা…

 


পঞ্চায়েতের বোর্ড গঠন কে কেন্দ্র করে অগ্নিগর্ভ চৈতন্যপুর

১১ ই আগস্ট সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত তিনটি পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার দিন ঠিক ছিল। চৈতন্যপুর জয়নগর এবং হোড়খালি। সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠে চৈতন্যপুর মোড় বেলা বারোটা বাজতেই নির্বাচিত প্রতিনিধিরা অঞ্চল অফিসের দিকে রওনা হন পূর্ব এবং পশ্চিম দিকে দুই দলেরই সমর্থক জমায়েত করে।

চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৯ তৃণমূল ১১ বিজেপি ১৮ বোর্ড গঠনে দিকে বিজেপি। বিজেপির  দলের সমর্থক প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হন। ১৮ টি আসন পেয়েছে বিজেপি ১১ টি পেয়েছে তৃণমূল ।

প্রধান কে অপহরণ করার আশঙ্কায় বিজেপির জমায়েত হয়। রাজ্য সড়কে টায়ার্ড জ্বালিয়ে রাস্তার উপরেই দুই দলের কর্মীরা মার মুখি হয়ে ওঠে। মেচেদা হলদিয়া ভায়া দুর্গাচক চৈতন্যপুর রোড রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘ কয়েক ঘন্টা যানবাহন চলা বন্ধ হয়ে যায় যদিও দুর্গাচক সুতাহাটা থানার পুলিশ এবং ভবানীপুর থানা পুলিশ এসে পৌঁছায়  উভয় সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

১১ ই আগস্ট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করবে বিজেপি।

No comments