রাস্তার ধারে নিকাশি জল বন্ধ করে তৈরি হচ্ছে গোডাউনভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/NBdpoEnxHgkপূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত অধীনে ডালিম্বচক এলাকায় জল নিকাশি বেহাল। অবস্থায় …
রাস্তার ধারে নিকাশি জল বন্ধ করে তৈরি হচ্ছে গোডাউন
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/NBdpoEnxHgk
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা গ্রাম পঞ্চায়েত অধীনে ডালিম্বচক এলাকায় জল নিকাশি বেহাল। অবস্থায় পড়ে রয়েছে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে। জানা যায় অতি অল্প বৃষ্টিতেই ডুবে যাচ্ছে এলাকা । সূত্রের খবর হাই রোড থেকে কলতলা যাওয়ার মুখে ডানদিকে তৈরি হচ্ছে "গিল" গোডাউন।জল বারাতে পারছে না ,এলাকার মানুষ বলতে গেলেই গিলের কর্তৃপক্ষ হুমকি দিয়েছেন বলে অভিযোগ। পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে নজর দেওয়ার জন্য আবেদন করলেন গ্রামবাসী যশোরাজ ব্রহ্মচারী।
No comments