মুখ্যমন্ত্রীর পাঠানো চেক তুলে দিলেন নন্দীগ্রামে কুনাল
নন্দীগ্রামে নির্বাচনে তৃণমূল কর্মীরা আহত হয়েছিলেন । তাদের চিকিৎসা এবং ঘর মেরামত করার জন্য সাহায্যে চেক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এস এস কে এম মুখ্যম…
মুখ্যমন্ত্রীর পাঠানো চেক তুলে দিলেন নন্দীগ্রামে কুনাল
নন্দীগ্রামে নির্বাচনে তৃণমূল কর্মীরা আহত হয়েছিলেন । তাদের চিকিৎসা এবং ঘর মেরামত করার জন্য সাহায্যে চেক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এস এস কে এম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে দেখে এসেছিলেন এবং তাদের হাতে চেক তুলে দিয়েছিলেন। বাকি পাঁচজনকে মুখ্যমন্ত্রী পাঠানোর চেক দেওয়া হলো। উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিডিও এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ।
পঞ্চায়েত ভোটে ১০ হাজার ৪৫৭ ভোটে পিছিয়ে পড়ে নন্দীগ্রামে নিরীহ তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকদের উপর তাণ্ডব চালিয়েছিল বিজেপি। গাছে বেঁধে সোমা জানা নামে এক তৃণমূল মহিলা কর্মীকে টানা তিন ঘণ্টা শারীরিক অত্যাচারও করেছিল বিজেপির দুষ্কৃতীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে বিজেপির হামলায় গুরুতর জখম দলীয় কর্মীদের পিজি হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি হাসপাতালে জখমদের দেখতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পিজিতে গিয়ে আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘরবাড়ি মেরামত এবং চিকিৎসাবাবদ আর্থিক সাহায্যের চেক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন পাঁচজনের চেক তৈরি না হওয়ায় তখন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পরে নন্দীগ্রামে পাঠিয়ে দেওয়া হবে। শুক্রবার মুখ্যমন্ত্রীর পাঠানো সেই চেকগুলি আহতদের তুলে দেন নন্দীগ্রাম- ১ ও নন্দীগ্রাম-২ এর দুই বিডিও।
দলের আহতদের চেক দেওয়ার অনুষ্ঠানে বিজেপির হামলার পর সুস্থ হওয়া পাঁচ কর্মীকে নিয়ে যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও নন্দীগ্রাম-১ এর তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ। সূত্রের খবর, মোট পাঁচজনকে চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে নন্দীগ্রাম-১ এর চারজন এবং নন্দীগ্রাম-২ এর ১ জন ছিলেন। গেরুয়া তাণ্ডবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া ও জখম কর্মীরা এদিন চেক হাতে পেয়ে মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আর্থিক সাহায্য আবেগাপ্লুত নন্দীগ্রামের কর্মীরা বলেন, “ সত্যি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতো সাধারণ কর্মীদের মা। উনি আমাদের উপর হামলা হয়েছে খবর পেয়ে কলকাতা নিয়ে গিয়ে যেমন পিজি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, তেমনই ঘরবাড়ি তৈরি করতে চেক মারফত আর্থিক সাহায্য পাঠালেন।”
সাহায্যের চেক পেয়ে মমতাকে কৃতজ্ঞতা নন্দীগ্রামবাসীর
চেক বিলির অনুষ্ঠান শেষে নন্দীগ্রাম দলীয় কার্যালয়ে নন্দীগ্রাম-১ এর তৃণমুল সভাপতি বাপ্পাদিত্য গর্গ ও নন্দীগ্রাম-২ এর সভাপতি অরুণাভ ভুইঞার সঙ্গে পৃথকচিকিৎসা ও ঘর মেরামতের জন্য মুখ্যমন্ত্রীর পাঠানো আর্থিক সাহায্যের চেক তুলে দিচ্ছেন নন্দীগ্রামের বিডিও। পাশে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও অন্যান্যরা।
রুদ্ধদ্বার বৈঠক করেন কুণাল ঘোষ। সূত্রের খবর, নন্দীগ্রামে আসন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গঠন নিয়ে রণকৌশল চূড়ান্ত করেন তৃণমূল মুখপাত্র। তবে, দলে প্রত্যেককে তিনি স্পষ্ট জানিয়ে পেয়ে দিয়েছেন, নন্দীগ্রামে শাস্তি রাখতেই হবে। পঞ্চায়েতে ১০৪৫৭ ভোটে হারা বিজেপি অশান্তি করার ছক তৈরি করছে। গেরুয়া শিবির থেকে প্ররোচনা দেওয়া হবে, কিন্তু তৃণমূল কর্মীরা বিজেপির ফাঁদে যেন কোনওমতে পা না দেন। হামলা করলে তার নাম ঠিকানা দিয়ে পুলিশে অভিযোগ জানান। এদিন নন্দীগ্রামে নতুন ওসি তুহিন বিশ্বাস যোগ দেন। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কুণাল বলেন, “প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য নয়। আর শুধু এখানে নয়, রাজ্যে বহু থানায় ওসি বদল হয়েছে
No comments