শিল্প শহরে মহকুমার শাসকের করণ সংলগ্নে স্বাধীনতা দিবস পালনহলদিয়া মহকুমার প্রশাসনের উদ্যোগে হলদিয়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনা হলদিয়া মহকুমা শাসকের অফিসের সামনেই ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপিত হল । ত্রিবর্ণরঞ…
শিল্প শহরে মহকুমার শাসকের করণ সংলগ্নে স্বাধীনতা দিবস পালন
হলদিয়া মহকুমার প্রশাসনের উদ্যোগে হলদিয়া মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনা হলদিয়া মহকুমা শাসকের অফিসের সামনেই ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপিত হল । ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন মহকুমার শাসক সুপ্রভাত চ্যাটার্জি ডাব্লিউ বি সি এস (এক্সি)। স্বাধীনতা দিবস উদযাপনে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গ সরকারের লোকপ্রসার প্রকল্পের শিল্পীগণ । আবৃত্তি করেন শ্রীমতি গীতিকা দাস ও নৃত্য পরিবেশন করেন হলদিয়া হাই স্কুলের ছাত্রীরা।
No comments