সুভাষ সরোবর বেহাল অবস্থা পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া । হলদিয়া পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডে সামনেই সুভাষ সরবর এই সরোবরের তিন দিকে রয়েছে গুরুত্বপূর্ণ অফিস আদালত। একদিকে হলদিয়া পৌরসভার বি আর আম্বেদকর ভবন, অপরদিক…
সুভাষ সরোবর বেহাল অবস্থা পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া ।
হলদিয়া পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডে সামনেই সুভাষ সরবর এই সরোবরের তিন দিকে রয়েছে গুরুত্বপূর্ণ অফিস আদালত। একদিকে হলদিয়া পৌরসভার বি আর আম্বেদকর ভবন, অপরদিকে সতীশ সামন্ত হলদিয়া উন্নয়ন পর্ষদের ভবন এবং অন্যদিকে হলদিয়া মহকুমার আদালত।
প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ বিভিন্ন কাজের সুবাদে আসেন। হলদিয়া উন্নয়ন পর্ষদের সামনে এই সরবরটি কে সৌন্দর্যায়নের জন্য হলদিয়া পৌরসভা কে হস্তান্তর করেছিল বাম আমলে।
কিন্তু সেই সরবর বিভিন্ন আইনি জটিলতায় আটকে গেছে। সৌন্দর্যায়ন নামে পুকুরে পানা ভর্তি চারিধারে পড়ে রয়েছে ময়লা আবর্জনা দুর্গন্ধ নিয়েই প্রত্যেককে যেতে হয় আদালতে। হলদিয়া পৌরসভা ডেঙ্গু বিজয় অভিযান করছেন কিন্তু পৌরসভার সামনে সুভাষ সরোবরে জন্ম নিচ্ছে হয়তো ডেঙ্গুর লাভা নজর দিক পৌর প্রশাসক।
No comments