Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চাঁদের মাটিতে স্পর্শ করল চন্দ্রযান তিন এর ল্যান্ডার বিক্রম

চাঁদের মাটিতে স্পর্শ করল চন্দ্রযান তিন এর ল্যান্ডার বিক্রমমাটিতে পা রাখল ভারতের ল্যান্ডার বিক্রম।প্রতীক্ষার অবসান ঘটলো মহাকাশে ইতিহাস গড়ল ভারত। চাঁদের মাটিতে স্পর্শ করল চন্দ্রযান  ৩ এর ল্যান্ডার বিক্রম বুধবার সন্ধ্যায় ঘড়ির কাঁ…

 




চাঁদের মাটিতে স্পর্শ করল চন্দ্রযান তিন এর ল্যান্ডার বিক্রম

মাটিতে পা রাখল ভারতের ল্যান্ডার বিক্রম।প্রতীক্ষার অবসান ঘটলো মহাকাশে ইতিহাস গড়ল ভারত। চাঁদের মাটিতে স্পর্শ করল চন্দ্রযান  ৩ এর ল্যান্ডার বিক্রম বুধবার সন্ধ্যায় ঘড়ির কাঁটায় যখন ঠিক ছটা বেজে চার মিনিট ঠিক তখনই তৈরি হলো সেই ঐতিহাসিক মুহূর্ত।  চাঁদের অন্ধকারছন্ন দক্ষিণাংশে মাটি স্পর্শ করলো বিক্রম গতি কমিয়ে নামানো হয় ব্লেন্ডার বিক্রমকে চলতি বছরের ১৪ই জুলাই চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান ৩ অবশেষে দীর্ঘ ৪১ দিনের যাত্রাপথ শেষ হলো আজ বাইশে আগস্ট বুধবার আর কিছুক্ষণের মধ্যেই বিক্রমের পেটের মধ্য থেকে বেরিয়ে আসবে, রোভার প্রজ্ঞান চাঁদের বুকে ঘুরে ঘুরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বিশ্বের দরবারে তুলে ধরবে নয়া তথ্য।

No comments