এনডিআরএফ উদ্যোগে দুযোর্গ মোকাবিলায় ট্রেনিং
এনডিআরএফ উদ্যোগে দুযোর্গ মোকাবিলায় হলদিয়া পুরসভার ৮০জন কর্মীকে প্রশিক্ষণদুর্যোগ মোকাবিলার উদ্দেশ্যে হলদিয়া পুরসভার ৮০জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হল । সোমবার পুরসভার প্রেস কর্নারে …
এনডিআরএফ উদ্যোগে দুযোর্গ মোকাবিলায় ট্রেনিং
এনডিআরএফ উদ্যোগে দুযোর্গ মোকাবিলায় হলদিয়া পুরসভার ৮০জন কর্মীকে প্রশিক্ষণ
দুর্যোগ মোকাবিলার উদ্দেশ্যে হলদিয়া পুরসভার ৮০জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হল । সোমবার পুরসভার প্রেস কর্নারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় । ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-এর এএসআই মনিশ দুবের নেতৃত্বে এই প্রশিক্ষণ দেওয়া হয় । বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিভিন্ন প্রাকৃত দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধার কাজের পাঠদান করা হয়েছে এ দিনের শিবিরে । সেই সঙ্গে সাপ কামড়ালে কিভাবে মানুষকে প্রাথমিক চিকিৎসা দিতে হয় সে বিষয়েও ধারণা দেওয়া হয়েছে ।
হলদি এবং হুগলি নদীর সংযোগস্থলে হলদিয়ার অবস্থান । উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে সামুদ্রিক ঝড়-ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, বন্যার সম্ভাবনা রয়েছে । রয়েছে হলদিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে শিল্পাঞ্চল । সমগ্র শিল্পাঞ্চল রাসায়নিক কারখানায় ভরপুর । বছরের বিভিন্ন সময়ে দুই-একটি কারখানায় দুর্ঘটনাও ঘটেছে । সামগ্রিক এই পরিস্থিতির কথা মাথায় রেখে দুর্যোগ মোকাবিলার এই প্রশিক্ষণ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ । প্রশিক্ষক মনীশ দুবে জানান,"প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকতে গেলে কিছু পদ্ধতি অবলম্বন করতেই হয় । ঝড়, বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড সমস্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কেমন করে উদ্ধার কাজ করতে হয়, সে বিষয়ে সঠিক পদ্ধতি জানানো হলো শিক্ষার্থীদের । তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা ঠেকানো যায় । বেঁচে যান বিপদাপন্ন মানুষ ।" হলদিয়া পুরসভার উদ্যোগে এনডিআরএফের তত্ত্বাবধানে এমন প্রশিক্ষণ প্রথম হয়েছে । তাতে খুশি শিক্ষার্থীরা । শিক্ষার্থী শ্রীকান্ত প্রামানিক জানান,"বেশ ভালো লাগছে দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ পেয়ে । উদ্ধার কাজে দ্রুত হাত লাগাতে সাহস পেলাম ।" শিক্ষার্থী হারাধন আড়ি, দুলাল জানা সহ অন্যান্য শিক্ষার্থীরা মানসিক বল পেয়ে এমনি সন্তোষ প্রকাশ করেছে।
No comments