Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এনডিআরএফ উদ্যোগে দুযোর্গ মোকাবিলায় হলদিয়া পুরসভার ৮০জন কর্মীকে প্রশিক্ষণ

এনডিআরএফ উদ্যোগে  দুযোর্গ মোকাবিলায় ট্রেনিং

এনডিআরএফ উদ্যোগে  দুযোর্গ মোকাবিলায় হলদিয়া পুরসভার ৮০জন কর্মীকে প্রশিক্ষণদুর্যোগ মোকাবিলার উদ্দেশ্যে হলদিয়া পুরসভার ৮০জন কর্মীকে প্রশিক্ষণ  দেওয়া হল । সোমবার পুরসভার  প্রেস কর্নারে …

 


এনডিআরএফ উদ্যোগে  দুযোর্গ মোকাবিলায় ট্রেনিং



এনডিআরএফ উদ্যোগে  দুযোর্গ মোকাবিলায় হলদিয়া পুরসভার ৮০জন কর্মীকে প্রশিক্ষণ

দুর্যোগ মোকাবিলার উদ্দেশ্যে হলদিয়া পুরসভার ৮০জন কর্মীকে প্রশিক্ষণ  দেওয়া হল । সোমবার পুরসভার  প্রেস কর্নারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় । ন্যাশনাল ডিজাস্টার    রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-এর  এএসআই মনিশ দুবের নেতৃত্বে এই প্রশিক্ষণ দেওয়া হয় । বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিভিন্ন প্রাকৃত দুর্যোগ পরিস্থিতিতে উদ্ধার কাজের পাঠদান করা হয়েছে এ দিনের শিবিরে । সেই সঙ্গে সাপ কামড়ালে কিভাবে মানুষকে প্রাথমিক চিকিৎসা  দিতে হয় সে বিষয়েও ধারণা দেওয়া হয়েছে । 

  হলদি এবং হুগলি নদীর সংযোগস্থলে হলদিয়ার অবস্থান । উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে সামুদ্রিক ঝড়-ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, বন্যার সম্ভাবনা রয়েছে । রয়েছে হলদিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে শিল্পাঞ্চল । সমগ্র শিল্পাঞ্চল রাসায়নিক কারখানায় ভরপুর । বছরের বিভিন্ন সময়ে দুই-একটি  কারখানায় দুর্ঘটনাও ঘটেছে  । সামগ্রিক এই পরিস্থিতির কথা মাথায় রেখে দুর্যোগ মোকাবিলার এই প্রশিক্ষণ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ । প্রশিক্ষক মনীশ দুবে জানান,"প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকতে গেলে কিছু  পদ্ধতি অবলম্বন করতেই হয় । ঝড়, বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড সমস্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কেমন করে উদ্ধার কাজ করতে হয়, সে বিষয়ে সঠিক পদ্ধতি জানানো হলো শিক্ষার্থীদের । তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা ঠেকানো যায় । বেঁচে যান বিপদাপন্ন  মানুষ ।" হলদিয়া পুরসভার উদ্যোগে এনডিআরএফের তত্ত্বাবধানে এমন প্রশিক্ষণ প্রথম  হয়েছে ।  তাতে খুশি শিক্ষার্থীরা ।  শিক্ষার্থী শ্রীকান্ত প্রামানিক জানান,"বেশ ভালো লাগছে দুর্যোগ মোকাবিলার প্রশিক্ষণ পেয়ে । উদ্ধার কাজে দ্রুত হাত লাগাতে সাহস পেলাম ।" শিক্ষার্থী হারাধন আড়ি, দুলাল জানা সহ অন্যান্য শিক্ষার্থীরা মানসিক বল পেয়ে এমনি সন্তোষ  প্রকাশ করেছে।


No comments