এস ইউ সি আই (কমিউনিস্ট)র জয়ী সদস্যদের পঞ্চায়েত বোর্ড গঠনে ভাগীদার হওয়ার প্রস্তাব প্রত্যাখান
তমলুক মহকুমার শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক-এক গ্রাম পঞ্চায়েতের পাঁচ নির্বাচিত এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পঞ্চায়েত সদস্যরা আজ প্রধান/…
এস ইউ সি আই (কমিউনিস্ট)র জয়ী সদস্যদের পঞ্চায়েত বোর্ড গঠনে ভাগীদার হওয়ার প্রস্তাব প্রত্যাখান
তমলুক মহকুমার শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক-এক গ্রাম পঞ্চায়েতের পাঁচ নির্বাচিত এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পঞ্চায়েত সদস্যরা আজ প্রধান/ উপপ্রধান নির্বাচনে অংশ নিলেন না। ওই সদস্যরা আজ শপথ গ্রহণ করলেও নির্বাচনে অংশ না নিয়ে বেরিয়ে আসেন।
এ প্রসঙ্গে দলের নোনাকুড়ি লোকাল কমিটির সম্পাদক বাসুদেব সামন্ত বলেন,নির্বাচনের ফল ঘোষণার পরেই প্রথমে তৃণমূল কংগ্রেস আমাদের প্রস্তাব দেয়,আমরা যাতে বোর্ড গঠন করি ওদের সমর্থনে। পরে বিজেপি দলের পক্ষ থেকেও অংশীদারিত্বের আহ্বান জানিয়ে তাদের সাথে বোর্ড গঠনের প্রস্তাব দেয়। আমরা উভয়ের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে পৃথকভাবে জানিয়ে দিই, "একদিকে বি জে পি'র জাতপাত-ধর্মীয় সংকীর্ণতাময় সাম্প্রদায়িকতা সহ দুর্নীতির রাজনীতি অন্যদিকে ৩৪ বছরের সি পি এম সরকারের পদাঙ্ক অনুসরণ করে তৃণমূল কংগ্রেস সরকারের বেপরোয়া দুর্নীতি দলবাজীর রাজনীতি জনজীবনকে এক বিষাক্ত পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। আমরা যে কোন উপায়ে ক্ষমতা পাওয়ার লোভে নির্বাচনে অংশ নিই না। দরিদ্র,নিপীড়িত মানুষের বাঁচার আন্দোলনকে শক্তিশালী করতে এবং জনগনের ট্যাক্সের টাকায় পঞ্চায়েত পরিচালনার মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসনিক দায়িত্ব পালন করি। সকলেই জানে,আমরা গরীবের বাঁচার আন্দোলনের পার্টি। সেজন্য এই গ্রাম পঞ্চায়েতে ক্ষমতার অংশীদার হওয়ার জন্য কেন্দ্রের ও রাজ্যের শাসক দুই দলের দেওয়া প্রস্তাবকে প্রত্যাখান করে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছি।"
ফলস্বরূপ আমাদের পঞ্চায়েত সদস্যরা শপথ গ্রহন করে নির্বাচনে অংশ না নিয়ে বেরিয়ে আসেন।
No comments