পটাশপুরের ১ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো বিজেপি
চিস্তিপুর ২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। আর বোর্ড গঠনের পর এলাকায় উড়লো গেরুয়া আবির। রাজ্যে একাধিক পঞ্চায়েতে বোর্ড গঠনের আগেই যেভাবে বিরোধী জয়ী প্রার্থীদের দলে টানত…
পটাশপুরের ১ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো বিজেপি
চিস্তিপুর ২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। আর বোর্ড গঠনের পর এলাকায় উড়লো গেরুয়া আবির। রাজ্যে একাধিক পঞ্চায়েতে বোর্ড গঠনের আগেই যেভাবে বিরোধী জয়ী প্রার্থীদের দলে টানতে মরিয়া ছিল শাসক শিবির সেখানে পটাশপুর ১ নং ব্লকের চিস্তিপুর পঞ্চায়েতে নির্বিঘ্নেই বোর্ড গঠন করলো বিজেপি। চিস্তিপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনের মধ্যে ৯ টি তে জয়ী হয়েছে বিজেপি। বাকি তৃণমূল ৫ টি ও নির্দলের হাতে ১। সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বুধবার এই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো বিজেপি। এরপরেই বিজয়ী উন্মাদনায় মেতে উঠে গেরুয়া শিবির। নিরাপত্তা ব্যবস্থাও ছিল আঁটোসাঁটো।
No comments