Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলের ছাত্ররা প্যান্ট খুলে বিক্ষোভ দেখালেন

স্কুলের ছাত্ররা প্যান্ট খুলে বিক্ষোভ দেখালেনপূর্ব মেদিনীপুর জেলা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত হোড়খালী গ্রাম পঞ্চায়েত এলাকায় পতিত পাবন হাই স্কুলে ছাত্ররা প্যান্ট খুলে বিক্ষোভ দেখালেন। সুত্রের খবর প্রতিটি স্কুলের ফুল প্যান…

 


স্কুলের ছাত্ররা প্যান্ট খুলে বিক্ষোভ দেখালেন

পূর্ব মেদিনীপুর জেলা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত হোড়খালী গ্রাম পঞ্চায়েত এলাকায় পতিত পাবন হাই স্কুলে ছাত্ররা প্যান্ট খুলে বিক্ষোভ দেখালেন।

 সুত্রের খবর প্রতিটি স্কুলের ফুল প্যান্ট এবং একটি করে হাফপ্যান্ট দেওয়া হয়েছে । জামা ও প্যান্ট মাপ নিয়ে ছিল এস এইচ জি গ্রুপের মহিলারা ।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্কুলের পোশাক দেওয়ার ব্যবস্থা করেছেন সেই পোশাক জামা এবং প্যান্টের রং নির্ধারিত করেছেন রাজ্য সরকার। প্রত্যেকটি জামা প্যান্ট মাপ নেওয়ার পর জেলা দপ্তরে পাঠানো হয়।  জেলা দপ্তরের অধীনে থাকা স্বেচ্ছাসেবী সংস্থা মাপ অনুযায়ী প্যান্ট এবং জামার কাপড় কাটিং করেন। সেই কাপড় কাটিং গুলি পঞ্চায়েত এবং পৌরসভা এস এইচ জি গ্রুপের মহিলাদেরকে দেওয়া হয় সিলাই করার জন্য । স্কুলের ছাত্র-ছাত্রীদের মাপ অনুযায়ী এস এইচ জি গ্রুপের মহিলারা পৌঁছে দেয় স্কুলে জামা এবং প্যান্ট। কিন্তু কতিপয় ছাত্ররা স্কুলের শিক্ষকদের উস্কানিতে স্কুলের ভিতরেই প্যান্ট খুলে বিক্ষোভ দেখালেন। ঘটনাটি ঘটেছে সুতাহাটা পঞ্চায়েত সমিতি অন্তর্গত হোড়খালী গ্রাম পঞ্চায়েতে পতিত পাবন হাই স্কুলে। বড় প্রশ্ন হচ্ছে ছাত্র-ছাত্রীরা স্কুলে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ তাহলে স্কুলের ভিতর ছাত্ররা প্যান্ট খুলে বিক্ষোভ দেখালেন আর সেই ভিডিও ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায় তাহলে কি স্কুলের শিক্ষকদের ইন্ধনে এই কাজ করেছে ছাত্ররা?

রাজ্য সরকার স্কুল ছাত্র ছাত্রীদের পোশাক মিড ডে মিলের খাবার স্বাস্থ্যসাথী, সবুজ সাথী সাইকেল এবং  ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য বিভিন্ন স্কলারশিপ স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবস্থা করেছেন। সারা জেলা জুড়ে বহু স্কুল রয়েছে কোথাও ছাত্ররা এই ধরনের উদ্ধত পরায়ণ দেখান নেই একটি স্কুলের গেটের ভিতরে এবং একটি গাড়ির উপরে ছুঁড়ছে। ওই গাড়িটি কার স্কুল গ্রাউন্ড এর ভিতরে ভিডিও বা কে করল স্কুলের গেটের ভিতরে এই নিয়ে বহু প্রশ্ন দেখা দিয়েছে।

সারা জেলার কাছে ইস্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের কাছে প্রশ্ন ছুড়ে এলো, স্কুলের পঠন পাঠন এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল হয় কিন্তু এই ধরনের একটি ঘটনা যা রাজ্য সরকারের ঘোষিত সমস্ত প্রকল্পগুলোকে অসম্মানিত করল না তো। এই ঘটনা  নিন্দা প্রকাশ করেছেন ভারতীয় মজদুর সংঘ বিএমএস রাজ্য সহ-সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন এই ধরনের ঘটনা স্কুলের ভাবমূর্তি কালিমা লিপ্ত হল। তিনি আরো বলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতি দখল করেছে তৃণমূল কংগ্রেস, এই ঘটনা তৃণমূলের অন্তদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

সুতাহাটা পতিত পাবন হাই স্কুলের ঘটনাকে নিন্দা  প্রকাশ করেছেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র।

এই ঘটনা স্কুলে কালিমা লিপ্ত হল এর পূর্ণাঙ্গ তদন্ত হবে।

No comments