হলদিয়ার বিষ্ণুরামচকে পানীয় জল সমস্যা পানীয় জল সমস্যায় হলদিয়া পুর এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুরামচক গ্রামের কয়েকশো মানুষ। নলকূপ থাকলেও আবর্জনা ফেলে তা নোংরা করা হয়েছে। ফলে গ্রামের মানুষ দূর থেকে জল আনতে বাধ্য হচ্ছেন। স…
হলদিয়ার বিষ্ণুরামচকে পানীয় জল সমস্যা
পানীয় জল সমস্যায় হলদিয়া পুর এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুরামচক গ্রামের কয়েকশো মানুষ। নলকূপ থাকলেও আবর্জনা ফেলে তা নোংরা করা হয়েছে। ফলে গ্রামের মানুষ দূর থেকে জল আনতে বাধ্য হচ্ছেন। সেজন্য স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও তিনি তেমন কাজ করেননি বলে দাবি করেছেন। ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি আলেম খান জানান, “স্থানীয় পুলিশ প্রশাসন এবং হলদিয়া পুরসভার দৃষ্টি আকর্ষণ করেছি।” স্থানীয় যুবক নাসির খান জানান, “মানুষের রাগ থাকলেও পানীয় জল নোংরা করবে তা ভাবতে পারা যায় না।” হলদিয়া থানার আইসি সুকোমল ঘোষ জানান, “কে বা কারা ওই নলকূপ নোংরা করেছে তা আমাদের কাছে স্পষ্ট নয়। তবে পানীয় জল পাওয়ার জন্য হলদিয়া পুরসভাকে সাহায্য করতে বলা হয়েছে।” এলাকার মানুষের চাহিদা মেটাতে ইতিমধ্যে হলদিয়া পুরসভা ৫০০ গ্যালনের পানীয় জলের ট্যাঙ্ক পাঠানোর ব্যবস্থা করেছে। তবে গ্রামবাসীদের দাবি, পানীয় জল পেতে তাঁদের জন্য স্থায়ী ব্যবস্থা করা হোক। হলদিয়া পুর কর্তৃপক্ষের কাছে সেই দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
No comments