Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভ জন্মদিন

শুভ জন্মদিন
মনীষা কৈরালা বা মনিষা কোইরালা (জন্ম : ১৬ আগস্ট, ১৯৭০) হলেন একজন নেপালি অভিনেত্রী, যিনি প্রধানতঃ বলিউড (হিন্দি) চলচ্চিত্রে কাজ করে থাকেন। তিনি নেপালি রাজনীতিতে সুপরিচিত কৈরালা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রকাশ কৈরালা …

 




শুভ জন্মদিন


মনীষা কৈরালা বা মনিষা কোইরালা (জন্ম : ১৬ আগস্ট, ১৯৭০) হলেন একজন নেপালি অভিনেত্রী, যিনি প্রধানতঃ বলিউড (হিন্দি) চলচ্চিত্রে কাজ করে থাকেন। তিনি নেপালি রাজনীতিতে সুপরিচিত কৈরালা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রকাশ কৈরালা ও সুষমা কৈরালার কন্যা এবং নেপালের ২২তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনী। কর্মজীবনে মনীষা কৈরালা তিনটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ ও একটি স্ক্রিন পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন। ২০০১ সালে নেপাল রাজ্য তাঁকে নেপালের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা "অর্ডার অব গোর্খা দক্ষিণ বাহু"য় ভূষিত করে।


চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কৈরালা মঞ্চে পরিবেশনার সাথে জড়িত এবং তাঁর জরায়ুর ক্যান্সার নিয়ে রচিত উপন্যাস 'হিলড' রচনায় সাহায্য করেন। কৈরালা ১৯৯৯ সালে ইউএনপিএফ-এর শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পান এবং ২০১৫ সালে তিনি ২০১৫ সালের এপ্রিলে নেপালের ভূমিকম্প পরবর্তী সময়ে ত্রাণকার্যের সাথে জড়িত ছিলেন। তিনি নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা দমন, মানব পাচার ও ক্যান্সার বিষয়ক সচেতনতায় কাজ করেন।


সওদাগর (১৯৯১-এর চলচ্চিত্র) ছিলো মনীষা অভিনীত প্রথম ভারতীয় চলচ্চিত্র।


নির্বাচিত কয়েকটি চলচ্চিত্রের তালিকা :

১৯৯১ সওদাগর, রাধা

১৯৯৫ বম্বে , শায়লা   তামিল চলচ্চিত্র

১৯৯৫ আকেলে হাম আকেলে তুম, কিরণ 

১৯৯৫ গুড্ডু,  সালিনা গুপ্ত

১৯৯৫ ক্রিমিনাল শ্বেতা, 

১৯৯৬ খামোশি : দ্যা মিউজিক্যাল এ্যানি, 

১৯৯৮ দিল সে..  মেঘনা

১৯৯৮ আচানক ,  পূজা

১৯৯৯ মুদালভান দেনমোড়ি,  তামিল চলচ্চিত্র

১৯৯৯ মন,  প্রিয়া বর্মা

২০০১ আলাভান্দান শর্মিলী,   তামিল চলচ্চিত্র

২০০২ বাবা চামুন্ডেশ্বরী,  তামিল চলচ্চিত্র

২০০৫ মুম্বাই এক্সপ্রেস, আহাল্য  তামিল চলচ্চিত্র

২০১৭ ডিয়ার মায়া। 

২০১৯ প্রস্থানাম, সুকমিনি প্রতাপ সিং। 


পুরস্কার ও সম্মাননা লাভ : 

বিজয়ী

১৯৯৪, স্মিতা পাতিল স্মৃতি পুরস্কার, 

১৯৯৬: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার (তামিল), বোম্বে, 

১৯৯৬: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার, বোম্বে, 

১৯৯৭: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার - খামোশি: দ্যা মিউজিক্যাল, 

১৯৯৭: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে স্ক্রিন পুরস্কার, খামোশি: দ্যা মিউজিক্যাল, 

২০০১: চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য নেপাল রাজ্য কর্তৃক প্রদত্ত সম্মাননা অর্ডার অব গোর্খা দক্ষিণ বাহু, 

২০০৩: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার, কোম্পানি, 

২০০৪: শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার - এসকেপ ফ্রম তালিবান, 

২০১৪: ইন্ডিয়া টুডে বর্ষসেরা নারী পুরস্কার, 

২০১৭: দাদাসাহেব ফালকে সাহসিকতা ও সৌন্দর্য পুরস্কার, 

২০১৭: ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য নবভারত টাইমস পুরস্কার, 

২০১৮: ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বৈচিত্রময় অভিনেত্রী হিসেবে দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন পুরস্কার। 



No comments