কৃষ্ণা হিরো শোরুমের শুভ উদ্বোধন
হিরো শোরুমের শুভ উদ্বোধনহলদিয়া বন্দর ঃ পূর্ব মেদিনীপুর জেলা ১১৬ জাতীয় সড়কের ধারে হলদিয়া ভবানীপুর গ্রামে মিলন বাজার সংলগ্ন এরিয়াতে কৃষ্ণা বাইক ডিলারের অন্তরগত একটি হিরো বাইকের নতুন শোরুমের উদ্বো…
কৃষ্ণা হিরো শোরুমের শুভ উদ্বোধন
হিরো শোরুমের শুভ উদ্বোধন
হলদিয়া বন্দর ঃ পূর্ব মেদিনীপুর জেলা ১১৬ জাতীয় সড়কের ধারে হলদিয়া ভবানীপুর গ্রামে মিলন বাজার সংলগ্ন এরিয়াতে কৃষ্ণা বাইক ডিলারের অন্তরগত একটি হিরো বাইকের নতুন শোরুমের উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিরো মোটর সাইকেল লিমিটেড কোম্পানির পূর্ব জোনাল হেড বি.স্বামিনাথন,পূর্ব জোনাল হেড সি.ই অদৈত্য সাউ,পশ্চিমবঙ্গের সেল্স হেড পঙ্কোজ বেরিয়াল,পশ্চিমবঙ্গের এরিয়া মেনেজার সি.ই উগেন থিনলি ভুটিয়া, পশ্চিমবঙ্গের সি.এ.ডি লিড অলোক কুমার,খৈতান গ্রুপে অফ কোম্পানির চেয়ারম্যান সজ্জন কুমার খৈতান,খৈতান গ্রুপ অফ কোম্পানির ডাইরেক্টর পুষ্পা দেবি খৈতান,পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রীর প্রতিনিধি অর্নব দেবনাথ,খৈতান গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর রাহুল খৈতান,খৈতান গ্রুপ অফ কোম্পানির এডমিন প্রভাস নায়েক,খৈতান গ্রুপ অফ কোম্পানির এডমিন এইজ.আর সুকান্ত মোল্ল এছাড়াও অনান্য বিশিষ্ট অতিথি বর্গ প্রমুখ।
খৈতান গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর রাহুল খৈতান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন পৃষ্ঠা মোটরবাইক শোরুমে ৪০ জন শ্রমিক বর্তমানে কাজ করছেন আগামী দিনে ১০০ জন শ্রমিকের এখানেই কর্মসংস্থান হবে। অন্যান্য শোরুমের থেকে এখানে পরিষেবা এবং জিনিসের কোয়ালিটির দিক থেকে কোনরকম সমস্যা হবে না বলেও জানালেন।
No comments