বিজেপি দখলে এলো খারুই ২ গ্রামপঞ্চায়েত
বুধবার প্রথম দিনের পঞ্চায়েত গঠন হলো পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ গ্রামপঞ্চায়েত।এখানে ১৪ টি আসনের ৩ টি পায় তৃণনূল কংগ্রেস।বিজেপি ১০ ও সিপিএম ১ টি আসন।…
বিজেপি দখলে এলো খারুই ২ গ্রামপঞ্চায়েত
বুধবার প্রথম দিনের পঞ্চায়েত গঠন হলো পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ গ্রামপঞ্চায়েত।এখানে ১৪ টি আসনের ৩ টি পায় তৃণনূল কংগ্রেস।বিজেপি ১০ ও সিপিএম ১ টি আসন। তবে সিপিএমের প্রার্থী বিজেপির সাথে ই বোর্ড গঠনে সাথ দেয়।দীর্ঘদিন এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিলো।এবারে বিজেপি দখলে এলো খারুই ২ গ্রামপঞ্চায়েত।এবার পঞ্চায়েত প্রধান হলেন জয়শ্রী গুছাইৎ সাহু এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন মানিক লাল দাস।আজ উৎসবের মেজাজে মেতে ওঠে খারুই ২ গ্রামপঞ্চায়েত এলাকা মির্জাপুর গ্রাম।
No comments