কলিকাতার ক্রিকেট স্টেডিয়ামে হলদিয়ার ব্লুস্টার ক্লাবের ছাত্র ওম কুমার দাস
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/6G-dgyl0UYE
হলদিয়া ব্লু স্টার ক্রিকেট কোচিং ক্লাব দীর্ঘদিন ধরে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় নতুন প্রজন্মকে ক্রিকেট খে…
কলিকাতার ক্রিকেট স্টেডিয়ামে হলদিয়ার ব্লুস্টার ক্লাবের ছাত্র ওম কুমার দাস
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/6G-dgyl0UYE
হলদিয়া ব্লু স্টার ক্রিকেট কোচিং ক্লাব দীর্ঘদিন ধরে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় নতুন প্রজন্মকে ক্রিকেট খেলার উদ্বুদ্ধ করার জন্য ট্রেনিং দিচ্ছে। শুধুই কি ট্রেনিং? খেলার মান উন্নয়নের জন্য বিভিন্ন শিল্প সংস্থার উদ্যোগে লীগ পর্যায়ে ক্রিকেট খেলার উদ্যোগ নিয়েছিলেন ব্লুস্টার ক্লাব।
রাজ্যের নামই সংস্থার কলিকাতা সম্বরন ক্লাবের হয়ে হলদিয়া ব্লু স্টার ক্লাবের ছাত্র ওম কুমার দাস। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে, বেস্ট বোলার হয়েছে, ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে ওম প্রকাশ।
কলিকাতার বিভিন্ন স্টেডিয়ামে খেলছে ব্লুস্টার ক্লাবের ছাত্র-ছাত্রীরা বর্তমানে সিএ বি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) ক্রিকেট সংস্থা র সঙ্গে ও ব্লুস্টার ক্লাবে ছাত্রছাত্রীরা ক্রিকেট খেলায় উদ্বুদ্ধ হচ্ছেন। ব্লু স্টার ক্রিকেট ক্লাবের কর্ণধার শেখ ইব্রাহিম আলী এবং ক্রিকেট ক্লাবের সম্পাদিকা সুনিতা প্রসাদ শেখ প্রচেষ্টায় ক্রিকেট কোচিং ট্রেনার সেখ আলম ও রাজু দাস জানালেন ক্রিকেট ক্লাবের উদ্যোগে তারা প্রতিবছর নিজেরা যেমন প্রতিযোগিতা করেন inter district cricket এবং ইন্টার মহাকুমার ক্রিকেট প্রিমিয়াম লিগ করে থাকে। আবার এই ক্রিকেট ক্লাবের ছাত্র-ছাত্রীরা রাজ্যের বিভিন্ন ক্লাবের হয়ে দাপিয়ে বেড়ান রাজ্যজুড়ে।
সম্প্রতি, ব্লুস্টার ক্লাবের ক্রিকেটার ওম কুমার দাস বাবার নাম কৃষ্ণ প্রসাদ দাস।মেনল্যান্ড ক্রিকেট একাডেমির হয়ে খেলছেন। দলের বিপক্ষে রায়পুর ক্লাব ক্রিকেট,ফাইনালে ওম কুমার দাস ১২.৫ ওভার বোলিং করেছেন এবং 0.৬২ ইকোনমিতে ৭ মেডেন ৪ উইকেট নিয়েছেন।
হলদিয়াতে খেলার পরিবেশ নেই খেলার যদি মাঠ থাকতো শিল্পসহ হলদিয়া থেকে বহু খেলোয়াড় তৈরি হতো। সকলেই কলিকাতার খেলা দেখার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকে কিন্তু শিল্প শহরে ছোটখাটো যে স্টেডিয়াম গুলো রয়েছে সেখানে ক্রিকেট খেলা সারা রাজ্যের মানুষ বিভিন্নভাবে অনলাইনে দেখার সুযোগ করে নেয়।
বাড়ঘাসীপুর মৌজাতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন বাম আমলে কিন্তু সেই স্টেডিয়াম তৈরির কাজ শুরু হলেও অর্ধ অবস্থায় পড়ে রয়েছে।
অর্ধ অবস্থায় পড়ে থাকায় স্টেডিয়ামের জায়গায় বুস্টার তারা ছাত্রছাত্রীদের ট্রেনিং দেন নিজেরা খেলাধুলা করেন এবং জেলা জুড়ে সংস্থার ক্রিকেটপ্রেমীদের নিয়ে প্রতিযোগিতাও করেন। দেখতে দেখতে প্রায় অর্ধ নির্মিত স্টেডিয়াম বাইশটা বছর অতিক্রান্ত হয়েছে। বহু দল সরকার পরিবর্তন হয়েছে স্টেডিয়াম আর হলনা । স্টেডিয়াম গড়ে উঠলে বহু ছাত্র-ছাত্রী খেলার সুযোগ পাবে। শিল্পের সাথে শিক্ষা এবং ক্রীড়া তিনটেই একইসঙ্গে চলতে পারতো নজর দিক প্রশাসন।
No comments