প্রশিক্ষণ কোর্স ছাড়াই প্রাথমিক চাকরিতে বহাল
প্রাইমারি শিক্ষক হিসেবে নিয়োগের পর প্রশিক্ষণ শেষ করা বাধ্যতামূলক। এজন্য প্রয়োজন ব্রিজ কোর্স। কিন্তু সেই কোর্স না করে অপ্রশিক্ষিত হিসেবেই চাকরি করছেন বহু শিক্ষক। এই অভিযোগের এক মামলা…
প্রশিক্ষণ কোর্স ছাড়াই প্রাথমিক চাকরিতে বহাল
প্রাইমারি শিক্ষক হিসেবে নিয়োগের পর প্রশিক্ষণ শেষ করা বাধ্যতামূলক। এজন্য প্রয়োজন ব্রিজ কোর্স। কিন্তু সেই কোর্স না করে অপ্রশিক্ষিত হিসেবেই চাকরি করছেন বহু শিক্ষক। এই অভিযোগের এক মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। আগামী ১৮ আগস্টের মধ্যে পর্ষদকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তী শুনানি ২১ আগস্ট। মামলায় অভিযোগ ছিল, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় অপ্রশিক্ষিত হিসেবে বহু শিক্ষকে চাকরি দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের প্রশিক্ষণ পর্ব শেষ করার কথা। অভিযোগ, প্রায় ছ’হাজার শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত ব্রিজ কোর্স না করেই চাকরি করছেন। মামলাকারীর আরও দাবি, কোর্স শেষ না করায় তাঁরা ‘বি ক্যাটিগরির’ বেতন পাচ্ছেন। এই অভিযোগের প্রক্ষিতেই পর্ষদের কাছে রিপোর্ট তলব করেছে আদালত।
No comments