কুকড়াহাটি অঞ্চলে বোর্ড গঠন কে করবে??পূর্ব মেদনীপুর জেলা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি অঞ্চল । এই অঞ্চলের মোট আসন সংখ্যা ২৩ সিপিআইএম ২ তৃণমূল কংগ্রেস ১০ বিজেপি ১১ কিন্তু ভোট গণনার পরেই সিপিএম এবং বিজেপি থেকে একজন …
কুকড়াহাটি অঞ্চলে বোর্ড গঠন কে করবে??
পূর্ব মেদনীপুর জেলা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুকড়াহাটি অঞ্চল । এই অঞ্চলের মোট আসন সংখ্যা ২৩ সিপিআইএম ২ তৃণমূল কংগ্রেস ১০ বিজেপি ১১ কিন্তু ভোট গণনার পরেই সিপিএম এবং বিজেপি থেকে একজন একজন করে শাসক দল তৃণমূলে যোগদান করেছিলেন।
বোর্ড গঠনের দিন বিজেপি প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে বিজেপি পক্ষ থেকে রাস্তার উপরের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বন্ধ হয়ে যায় বোর্ড গঠন । আজ কুকড়াহাটি অঞ্চল বোর্ড গঠন হবে। কে করবে বোর্ড গঠন? তৃণমূল সিপিআইএম না বিজেপি ।
সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় জয়নগর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা দশ। তৃণমূল ৭ আসন পেয়েছিলেন বিজেপি পেয়েছিলেন ৩টি কিন্তু ওই অঞ্চলে বিজেপির প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছেন। এই ধরনের ম্যাজিক ফিগার আজকের কুকড়া হাটি অঞ্চলে হবে নাতো? সকলের লক্ষ্য এখন কুকড়া হাটি অঞ্চলের দিকে। তৃণমূল বিজেপি ভোট ভাগাভাগি হয়ে সিপিএম বোর্ড গঠন করবে না তো।
শুধু সময়ের অপেক্ষা? বিশাল পুলিশ বাহিনী মোতায়েনে আজ কুকড়াহাটি অঞ্চল বোর্ড গঠন হবে। সকলেই তাকিয়ে রয়েছে কে শেষ হাসি হাসবে তৃণমূল, বিজেপি না সিপিআইএম।
No comments