হলদি নদীর তীরে উপকূল রক্ষী বাহিনীর উদ্যোগে তিরাঙ্গা পতাকা প্রদর্শন
ভারতীয় উপকূল রক্ষীর জেলা সদর দপ্তর ৮ নম্বর হলদিয়া হর ঘর তিরঙ্গা মোটরসাইকেল রেলি পতাকা দেখান। ১৩ আগস্ট হলদি নদীর সামনে তেরঙ্গা পতাকা নিয়ে মহড়া হয়। হর ঘর তিরাঙ…
হলদি নদীর তীরে উপকূল রক্ষী বাহিনীর উদ্যোগে তিরাঙ্গা পতাকা প্রদর্শন
ভারতীয় উপকূল রক্ষীর জেলা সদর দপ্তর ৮ নম্বর হলদিয়া হর ঘর তিরঙ্গা মোটরসাইকেল রেলি পতাকা দেখান। ১৩ আগস্ট হলদি নদীর সামনে তেরঙ্গা পতাকা নিয়ে মহড়া হয়। হর ঘর তিরাঙ্গা আজাদীকা অমৃত মহোৎসবকে কেন্দ্র করে প্রচার অভিযান হয়। ১৩ থেকে ১৫ ই আগস্ট দেশ ব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা সেই প্রচারকে লক্ষ্য রেখেই প্রত্যেকের বাড়ির বাসভবনে গর্বের সাথে জাতীয় পতাকা প্রদর্শন করতে অনুপ্রাণিত করলেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। স্বাধীনতার ৭৫ বৎসর গৌরমময় বৎসর স্মরণ করে রাখার জন্য এই উদযাপন। ভারতের সকল নাগরিকদের ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা প্রদর্শন করার জন্য আবেদন করেন।
No comments