Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় -এর আন্টি রাগিং কমিটি ও জাতীয় সেবা প্রকল্পের যৌথ উদ্যোগে সমাপ্তি হল আন্টি রাগিং উইক

বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় -এর আন্টি রাগিং কমিটি ও জাতীয় সেবা প্রকল্পের যৌথ উদ্যোগে সমাপ্তি হল আন্টি রাগিং উইক
১৯.৮.২০২৩ পূর্ব মেদিনীপুর, আজ বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় -এর আন্টি রাগিং কমিটি ও জাতীয় সেবা প্রকল্পের যৌথ উদ্যোগে আয়ো…

 


বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় -এর আন্টি রাগিং কমিটি ও জাতীয় সেবা প্রকল্পের যৌথ উদ্যোগে সমাপ্তি হল আন্টি রাগিং উইক


১৯.৮.২০২৩ পূর্ব মেদিনীপুর, আজ বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় -এর আন্টি রাগিং কমিটি ও জাতীয় সেবা প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত ৭ দিন ব্যাপী (১২ ই অগাস্ট - ১৮ ই অগাস্ট ) "আন্টি রাগিং উইক " এর অনুষ্ঠানিক সমাপ্তি হয়। এই ৭ দিনের কর্মসূচিতে শোভাযাত্রা, পথসভা, সচেতনতা শিবির,অঙ্কন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন  মহাবিদ্যালয় এর অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রভাস কুমার সামন্ত। সাতদিনের কর্মসূচিতে বিভিন্ন প্রতিযোগিতায়  অংশ নেওয়া বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রিন্সিপাল ড: মানবেন্দ্র সাহু। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এন এস এস প্রোগ্রাম অফিসার অধ্যাপক সুদেব ভট্টাচাৰ্য, উপস্থিত ছিলেন আই কিউ এ সি কো অর্ডিনেটর ড : শান্তনু বাসু, পূর্ব মেদিনীপুর জেলার এন এস এস নোডাল অফিসার অধ্যাপক সৌমিত মন্ডল, বাণিজ্য বিভাগের অধ্যাপক সমীর কুমার মাইতি ও অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠানের পরিচালক ছিলেন অধ্যাপিকা মধুমিতা মন্ডল বেরা এবং প্রিন্সিপাল এর বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

No comments