১২ তম বর্ষে শারদ উৎসবের ইয়ং স্টার ডেয়ার ডেভিলস ক্লাবের খুঁটিপুজো
ইয়ংস্টার ডেয়ার ডেভিলস দ্বাদশ বর্ষে সারদ উৎসব। আসছেন আর কয়েকদিন পরেই বাংলার বাঙ্গালীর ঘরে ঘরে নতুন পোশাক বেড়াতে যাওয়ার পরিকল্পনা মায়ের আশা নিয়ে। পূর্ব মেদিন…
১২ তম বর্ষে শারদ উৎসবের ইয়ং স্টার ডেয়ার ডেভিলস ক্লাবের খুঁটিপুজো
ইয়ংস্টার ডেয়ার ডেভিলস দ্বাদশ বর্ষে সারদ উৎসব। আসছেন আর কয়েকদিন পরেই বাংলার বাঙ্গালীর ঘরে ঘরে নতুন পোশাক বেড়াতে যাওয়ার পরিকল্পনা মায়ের আশা নিয়ে।
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত ইয়ংস্টার ডেয়ার ডেভিলস ক্লাবের ১২ তম বর্ষে পদার্পণ করল আজ মায়ের আগমে খুঁটি পূজায় উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মিন পুরস্কার প্রাপ্ত মিন কন্যা আরতী বর্মন উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতি সভাপতি মৌমিতা ঘোড়াই প্রধান ছিলেন জেলা পরিষদের সদস্য ভবতোষ পাত্র, দেউলপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ রানা ক্লাবের সম্পাদক সভাপতি অন্যান্য সদস্যবৃন্দ।
No comments