রাজ্যে চলছে ন্যাশনাল কিক বক্সিং
মেয়েদের সেলফ ডিফেন্স খুবই প্রয়োজন। বর্তমানে বিভিন্ন জায়গায় মহিলা নিগৃহ হচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে সকলের জন্য সেলফ ডিফেন্সের কথা বলেছেন। সেলফ ডি…
রাজ্যে চলছে ন্যাশনাল কিক বক্সিং
মেয়েদের সেলফ ডিফেন্স খুবই প্রয়োজন। বর্তমানে বিভিন্ন জায়গায় মহিলা নিগৃহ হচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে সকলের জন্য সেলফ ডিফেন্সের কথা বলেছেন। সেলফ ডিফেন্স জানলেই হবে না তার আদব কায়দা জানা দরকার।
জাপানের মার্শাল আর্টের অন্যতম খেলা কিকবক্সিং জাপানের উৎপত্তি হলেও সারা ভারতবর্ষ ব্যাপী কিকবক্সিং প্রচলিত হয়েছে।
কিক বক্সিং কি ? মূলত আত্মরক্ষা ও ফিটনেস জন্য ক্যারাটে বক্সিং এবং মুই থাই থেকে এই খেলা বর্তমানে কিকবক্সিং রূপে জনপ্রিয়তা পেয়েছে।
ন্যাশনাল লেভেলে এই খেলা এখন সমাদৃত, রাজ্যে শুরু হয়েছে কিক বক্সিং প্রতিযোগিতা। বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন -- রাজ্য। সূত্রে জানা যায় চার দিন ধরে চলবে এই কিক বক্সিং পি এল রয় স্টেডিয়াম শিয়ালদা স্টেশনের সংলগ্ন ১৮ থেকে ২১ আগস্ট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ২৫০ জন প্রতিযোগী প্রতিযোগিনী।হলদিয়ার শেখ অলিভিয়া বেঙ্গলের হয়ে ন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কেরল সাথে লাইট কনটাক কেটাগরীতে রাজ্যকে বোঞ্চ এনেদিয়েছে। রাজ্য থেকে প্রায় ৩০ জন অংশগ্রহণ করেছেন বিভিন্ন ক্যাটাগরিতে ।
No comments