আজ থেকে শুরু হচ্ছে জেলায় গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন
বোর্ড গঠনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরে সিপিএম ও অন্যান্য দল থেকে জয়ী প্রার্থীরা দলবেঁধে তৃণমূলে যোগ দিচ্ছেন। রবিবার মহিষাদল, সুতাহাটা, ভগবানপুর-১ এবং কোলাঘাটে চারজন নির্বাচিত …
আজ থেকে শুরু হচ্ছে জেলায় গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন
বোর্ড গঠনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরে সিপিএম ও অন্যান্য দল থেকে জয়ী প্রার্থীরা দলবেঁধে তৃণমূলে যোগ দিচ্ছেন। রবিবার মহিষাদল, সুতাহাটা, ভগবানপুর-১ এবং কোলাঘাটে চারজন নির্বাচিত সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। সোমবার কোলাঘাট ব্লকের ভোগপুর গ্রাম পঞ্চায়েত থেকে কংগ্রেসের প্রতীকে জয়ী আসরফ আলি খান এবং হাসনারা বিবি তৃণমূলে যোগ দিলেন। তমলুকে জেলা তৃণমূল কংগ্রেস অফিসে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি সৌমেন মহাপাত্র ও জেলা সহ সভাপতি চিত্ত মাইতি। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে আসরফ তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সমিতি আসনে জয়ী হয়েছিলেন। বিধানসভা ভোটের পর থেকে তাঁর সঙ্গে দলের দূরত্ব বাধে। এরপর তিনি কংগ্রেসের প্রার্থী হন। আইএসএফ প্রার্থীকে পরাজিত করে জয়ী হন। ভোগপুর গ্রাম পঞ্চায়েতে ২৫টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি উভয় দল ১০টি করে আসনে জিতেছে। কংগ্রেস দু’টি, আইএসএফ দু’টি এবং নির্দল একটি আসনে জয়ী হয়। এদিন কংগ্রেসের দুই জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় বোর্ড গঠনের লড়াইয়ে এগিয়ে থাকল তৃণমূল।
রবিবার মহিষাদলের নাটশাল-২ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের জয়ী প্রার্থী মুর্শিদা বিবি তৃণমূলে যোগ দিয়েছেন। স্থানীয় বিধায়ক তিলক চক্রবর্তী তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। তাছাড়া, ভগবানপুর-১ ব্লকে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের বচ্ছিপুর পূর্ব বুথ থেকে জয়ী নির্দল প্রার্থী শেখ আনোয়ার আলি তৃণমূলে যোগ দেন। ভগবানপুর পঞ্চায়েতে মোট ২২টি আসনের মধ্যে বিজেপি ১১টি, তৃণমূল ১০টি এবং নির্দল একটি আসনে জয়ী হয়েছিল। একমাত্র নির্দল জয়ী প্রার্থী শাসকদলে যোগ দেওয়ায় এই মুহূর্তে তৃণমূল ও বিজেপি উভয় দলের কাছে সমান সংখ্যক সদস্য থাকল।
রবিবার সুতাহাটা ব্লকের কুকড়াহাটি পঞ্চায়েতে সিপিএমের টিকিটে জয়ী শেখ ফারহান আলি তৃণমূলে যোগ দিয়েছেন। ওই পঞ্চায়েতে মোট ২৩টি আসনের মধ্যে বিজেপি ১১টি, তৃণমূল ১০টি এবং সিপিএম দু’টি আসনে জয়ী হয়। সিপিএমের এক জয়ী সদস্য যোগ দেওয়ায় এখানে বোর্ড দখলের লড়াইয়ে থাকল তৃণমূল। কোলাঘাটের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের সিপিএমের জয়ী প্রার্থী জাহেদুল মণ্ডল রবিবার তৃণমূলে যোগ দিয়েছেন। ওই পঞ্চায়েতে ২৫টি আসন। তৃণমূল ১২টি, বিজেপি আটটি, সিপিএম তিনটি ও সিপিআই একটি আসনে জয়ী হয়। নির্দল প্রার্থী জয়ী হন। সিপিএমের একজন তৃণমূলে যোগ দেওয়ায় বোর্ড গঠন নিশ্চিত করে তৃণমূল।
No comments