Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মহকুমার আদালতে আইনজীবীদের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের জয়ী হল তৃণমূল কংগ্রেস প্রভাবিত আইনজীবী

হলদিয়া মহকুমার আদালতে আইনজীবীদের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের জয়ী হল তৃণমূল কংগ্রেস প্রভাবিত আইনজীবী!!বিজ্ঞাপন 

হলদিয়া অ্যাডভোকেটস্ বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস প্রভাবিত অ্যাডভোকেট,তথা হলদিয়া পুরসভার…

 



হলদিয়া মহকুমার আদালতে আইনজীবীদের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের জয়ী হল তৃণমূল কংগ্রেস প্রভাবিত আইনজীবী!!

বিজ্ঞাপন 


হলদিয়া অ্যাডভোকেটস্ বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস প্রভাবিত অ্যাডভোকেট,তথা হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর  বিমল কুমার মাজি প্যানেল । শুক্রবার ছিল এই নির্বাচন । মোট ভোটার ছিলেন ৩০৩ জন । ভোট পড়েছে ২৯২ টি ।

 ১১ আসন বিশিষ্ট এই ভোট যুদ্ধে মোট প্রার্থী ছিলেন ২৬ জন । সেখানে অ্যাডভোকেট স্বপন অধিকারী প্যানেলের সঙ্গে অ্যাডভোকেট বিমল কুমার মাজি প্যানেলের লড়াই হয় । গণনায় দেখা যায় বিমল কুমার  মাজি প্যানেল ১০টি আসনেই জয়ী হয়েছে । আর এই জয়ের সুবাদে  তারা আগামী তিন বছর হলদিয়া অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন পরিচালনার দায়িত্ব পেলেন । 

নতুন পরিচালন বোর্ডের সভাপতি হয়েছেন পৃথ্বীশ দে, সহ-সভাপতি অভিজিৎ চক্রবর্তী । সম্পাদক হয়েছেন বিমল কুমার মাজি । সহ-সম্পাদক বিপ্লব জানা এবং সন্দীপ জানা । কোষাধ্যক্ষ তুষার সামন্ত, হিসাবরক্ষক দীপক জানা । বার অ্যাসোসিয়েশনের গ্রন্থাগারিক হলেন চিত্তরঞ্জন বেরা এবং সহ গ্রন্থাগারিক হলেন আইভি প্রধান ।

 বিমলবাবু জানান, " আইনজীবীদের স্বার্থ সুরক্ষাই আমাদের প্রধান কাজ । সেই লক্ষ্যে  আমাদের পরিকল্পনার রূপায়ণ হবে । পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বাড়াতে আর বেশ কিছু পরিকল্পনা করেছি । স্কুল, কলেজ পড়ুয়াদের মধ্যেও আইনি সচেতনতার পাঠদানে আমরা গুরুত্ব দিয়েছি । " সামাজিক শান্তি-শৃঙ্খলা এবং সুস্থিতি বজায় রাখার ক্ষেত্রে এই বার অ্যাসোসিয়েশন আগামী দিনে কাজ করবে বলে জানা গিয়েছে ।

No comments