হলদিয়াতে বজ্রপাতে মৃত্যু বেড়ে ৪ শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানালেন- আজগরভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/lrGFk_Wo5qcসকাল থেকে মেঘলা আকাশ দুপুরের পর বৃষ্টি। পূর্ণিমার কোটাল সব মিলিয়ে আবহাওয়া ছিল সকাল থেকে ভয়ানক । সবকি…
হলদিয়াতে বজ্রপাতে মৃত্যু বেড়ে ৪ শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানালেন- আজগর
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/lrGFk_Wo5qc
সকাল থেকে মেঘলা আকাশ দুপুরের পর বৃষ্টি। পূর্ণিমার কোটাল সব মিলিয়ে আবহাওয়া ছিল সকাল থেকে ভয়ানক । সবকিছুকে উপেক্ষা করে নিত্য দিনের মতো মানুষ বেরিয়েছেন কর্মসংস্থানে । কৃষকরা কৃষিকার্যে, মাঠে গিয়েছিলেন বিকাল তিনটা থেকে শুরু হয় ভারী বৃষ্টি সঙ্গে বজ্রপাত। বজ্রপাতের মৃত্যু দুই মহিলা সহ দুই পুরুষ। হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত দেভোগ অঞ্চলে বড়বাড়ি দক্ষিণ পূর্ব গ্রামে মাঠে আমন ধান চাষের জন্য গিয়েছিলেন এবং অনেকেই ছিলেন পাশাপাশি ।
কিন্তু দুজন পিন্টু বেরা (৫০)এবং সমরেশ বেরা (৪৫) বজ্র পাতের আলোতে লুটিয়ে পড়ে সেই মাঠেতে। হলদিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড সুতাহাটা থানার অন্তর্গত কসবেড়িয়া গ্রামে দিপালী মালী বয়স ৪০ স্বামী সুশান্ত মালী বাড়ির কাজের জন্য পুকুরে বাসন ধুতে গিয়েছিল। অন্যদিকে সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত হোড় খালি বেগুনাবেড়িয়া গ্রামে রাধারানী ভৌমিক বয়স (৫৪) বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির মধ্যে চাষের জমিতে মাছ ধরতে গিয়েছিলেন । হঠাৎ তার মাথায় বাজ পড়ে মৃত্যু হয় বলে জানা যায়।
তাম্রলিপ্ত জেলার সাংগঠনিক তৃণমূল কংগ্রেস যুব সভাপতি আজগর আলী পল্টু তিনি বলেন এই বৃষ্টিতে বজ্রপাতে চারজনের মৃত্যু খুবই শোকাহত মর্মান্তিক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন
No comments