হলদিয়া শুরু হল হস্তশিল্প মেলাপূর্ব মেদিনীপুর জেলা শিল্প সংস্কৃতির শহর হলদিয়া পৌরসভা এবং উন্নয়ন পর্ষদের সামনেই অম্বুজা সিটি মল আজ থেকে শুরু হল হস্তশিল্প মেলা।এই মেলাতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা তাদের নিজের নিজস্ব স…
হলদিয়া শুরু হল হস্তশিল্প মেলা
পূর্ব মেদিনীপুর জেলা শিল্প সংস্কৃতির শহর হলদিয়া পৌরসভা এবং উন্নয়ন পর্ষদের সামনেই অম্বুজা সিটি মল আজ থেকে শুরু হল হস্তশিল্প মেলা।
এই মেলাতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দোকানদাররা তাদের নিজের নিজস্ব স্টল নিয়ে এসেছেন। শিল্প শহরে শিল্পের দেবতা বিশ্বকর্মা পূজার আগেই হস্তশিল্প মেলা বিশেষ আকর্ষ ণ হয়ে উঠেছে। অম্বুজা সিটি মলের ইনচার্জ পার্থ দেবদাস বলেন আমরা প্রতিবছরই এই ধরনের মেলা করে থাকি এই মেলার আজ থেকে শুরু হল। আগামী দিনেও আরো বিভিন্ন প্রান্ত থেকে গ্রামীন এবং শহরের মহিলাদের তৈরি করা সামগ্রী এই হস্তশিল্প মেলায় শোভা পাবে।
No comments