Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে ফের রাম-বাম জোট

মহিষাদলে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে ফের রাম-বাম জোট
গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে ফের রাম-বাম জোট প্রমাণিত হল । বুধবার অমৃতবেড়িয়া গ্রামপঞ্চায়েতের ঘটনা । ১৮ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েত । তার মধ্যে ৮টি আসন তৃণমূল …

 


মহিষাদলে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে ফের রাম-বাম জোট


গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে ফের রাম-বাম জোট প্রমাণিত হল । বুধবার অমৃতবেড়িয়া গ্রামপঞ্চায়েতের ঘটনা । ১৮ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েত । তার মধ্যে ৮টি আসন তৃণমূল কংগ্রেস,৮টি আসন বিজেপি এবং বাকি ২টি আসন পেয়েছে সিপিএম । সিপিএমের নির্বাচিত একজন প্রতিনিধির সমর্থন নিয়ে অমৃতবেড়িয়া  গ্রামপঞ্চায়েত বোর্ড গঠন করে বিজেপি । বোর্ড গঠন সিপিএমের সমর্থন নিয়ে বিজেপি গড়েছে । কার্যত তৃণমূলের ঘোষিত রাজনৈতিক বক্তব্য ছিল রাম বাম জোটের তত্ব । সাংবাদিকরা সে বিষয়ে প্রশ্ন তুললে মেজাজ হারান স্থানীয় বিজেপি নেতৃত্বরা । উত্তেজনা সৃষ্টি হয় । সাংবাদিদের প্রশ্নের প্রতিবাদে তারা জোরালো সোচ্চার হোন । ব্লকের মধ্যে মহিষাদল ব্লকে ৪ টি গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠিত হল এদিন ।

চারটির মধ্যে ইটামগরা- ২, অমৃতবেড়িয়া এবং বেতকুন্ডু তিনটিতে বোর্ড গঠন করেছে বিজেপি ।  গড়কমলপুরে বোর্ড গঠন করেছে তৃণমুল কংগ্রেস  ।  ইটা মগরা ২ গ্রাম পঞ্চায়েতে

১৬ আসনের মধ্যে ১২ টি পেয়েছিল বিজেপি ৪টি পেয়েছিল তৃণমূল । বিজেপি তরফে প্রধান প্রস্তাব করা হয় রামকৃষ্ণ দাসের নাম । তৃণমূলের তরফে কোন নাম  প্রস্তাব করা হয়নি । প্রধান এবং উপ প্রধান পদ যায় বিজেপির দখলে । উল্টোদিকে গড়কমলপুরে ২০ আসনের মধ্যে ১৩ যায় তৃণমূলের দখলে বিজেপি পায় ৪ টি এবং নির্দল পায়  ৩ টি করে আসন ।  বুধবার তৃণমূলের তরফে  প্রধানের পদে  দীপিকা দাসের নাম প্রস্তাব করা হয় । অন্য কোন তরফে কোন নাম প্রস্তাব করা হয়নি । প্রধান ও উপপ্রধান দখলে রাখে তৃণমূল । বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতে

২৬ আসনের মধ্যে ১৪ টি পায় বিজেপি, ১০ টি পায় তৃণমূল,  ১ একটি নির্দল এবং ১টি  পায় আই এস এফ। বিজেপি তরফে প্রধান পদে ঝর্ণা দাসের নাম প্রস্তাব করা হয় । তৃণমূলের তরফে পুতুল রানী কয়ালের নাম প্রস্তাব করা হয় । ভোটাভুটিতে দেখা যায় বিজেপি ঝর্ণা দাস পেয়েছে ১৬ টি ভোট,  তৃণমূল পায়  ১০ টি ভোট ।  বিজেপি দখলে যায় প্রধান ও উপপ্রধান পদ ।

এদিকে সব থেকে চাঞ্চল্যকর ঘটনা ঘটে অমৃতবেরিয়া গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৮। এই গগ্রাম পঞ্চায়েতে শাসক ও বিরোধী দুজনের ঝুলিতে  ছিল সমান সংখ্যক ৮ টি করে আসন। বামেদের দখলে ছিল ২টি আসন।  । ১ জন বাম পঞ্চায়েত সদস্য শপথ নেওয়ার পর সভা কক্ষ ত্যাগ করে। উপস্থিত সদস্য সংখ্যা  ১৭। ভোটাভুটির  মাধ্যমে বিজেপির শুভ্রা পন্ডা প্রধান পদে নির্বাচিত হন। শুভ্রা পন্ডা প্রাপ্ত ভোট ৯। তৃণমূল পায় ৮ টি ভোট। বামেদের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে বিজেপি।

মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন,  "রাম বাম -জোট যে আছে তা অমৃতবাড়িয়ার ঘটনা চোখে আঙুল  দিয়ে দেখিয়ে দিল ।

বিধানসভা থেকে তৃণমূল ভালো ফল করেছে, মহিষাদল বিধানসভাতে । মানুষ আমাদের পাশে আছে।"

No comments