Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যের ৯টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের প্রশিক্ষণ দেবে হলদিয়া শিল্প সংস্থা

নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানার সম্প্রসারণের পদক্ষেপ করেছে হলদিয়া লালবাবা সীমলেশ টিউব প্রাইভেট লিমিটেড। চলতি বছরে ২৫ কোটি টাকা বিনিয়োগে এই কারখানার সম্প্রসারণ ঘটতে চলেছে বলে জানালেন। হলদিয়া কসবেড়িয়া মৌজায় কারখানার পাশে ছয়…

 


নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানার সম্প্রসারণের পদক্ষেপ করেছে হলদিয়া লালবাবা সীমলেশ টিউব প্রাইভেট লিমিটেড। চলতি বছরে ২৫ কোটি টাকা বিনিয়োগে এই কারখানার সম্প্রসারণ ঘটতে চলেছে বলে জানালেন। 

হলদিয়া কসবেড়িয়া মৌজায় কারখানার পাশে ছয় একর জায়গায় সম্প্রসারিত ইউনিট মাথা তুলে দাঁড়াবে বলে জানা গিয়েছে। তারফলে হলদিয়া কর্মসংস্থানের সুযোগ ঘটবে। ২০১২ সালে হলদিয়া এইচপিএল লিংক রোডের পাশে কশবেড়িয়া মৌজায় ১৬ একর জায়গা নিয়েছিলেন লালবাবা সিমলেস টিউব প্রাইভেট লিমিটেড শিল্প সংস্থা। প্রথমে শুধুমাত্র টিউব উৎপাদন তারা করতেন রেলের ব্রেক সিস্টেম, ফ্ল্যাগ অ্যাডজাস্টের সহ রেলের অন্যান্য যন্ত্রাংশ তৈরি করেন বর্তমানে।

তাদের উৎপাদন সামগ্রী দেশ-বিদেশে আন্তর্জাতিক স্তরে আকর্ষণীয় হয়ে উঠেছে। আমেরিকা, রাশিয়া, জার্মান সহ ২২ টি দেশের তাদের উৎপাদন হলদিয়া থেকে সরবরাহ করা হয়। বর্তমানে প্রতিমাসে ৩০ হাজার মেট্রিকটন উৎপাদন হয় সেই উৎপাদন বাড়িয়ে চলতি আর্থিক বর্ষে ৪০ হাজার মেট্রিকটন টার্গেট রয়েছে।

রাজ্যের ৯টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের প্রশিক্ষণ দেবে হলদিয়া শিল্প সংস্থা


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/dxPRLTp6wjA



 রাজ্যের ৯টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের প্রশিক্ষণ দেবে হলদিয়া শিল্প সংস্থা


পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া ১৪ নম্বর ওয়ার্ড হলদিয়ার লালবাবা সীমলেশ টিউব শিল্পসংস্থার তরফে ৫০ জন যুবককে প্রশিক্ষন দিয়ে নিয়োগের সিদ্ধান্ত নিল কারখানা কর্তৃপক্ষ। 


এর নাম দেওয়া হয়েছে লালবাবা গুরুকুল। রাজ্যের ৯টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রীতিমতো ক্যাম্পাস ড্রাইভ করে এদেরকে বেছে নেওয়া হয়। তিনমাসের ট্রেনিং-এর পর যোগ্যতা অনুযায়ী তারা এই লালবাবা কারখানায় চাকরি পাবেন। ট্রেনিং পিরিয়ডে এরা ১৫-১৯ হাজার টাকা বৃত্তি পাবেন। এই পাইলট প্রজেক্ট সাফল্যমন্ডিত হলে আগামীদিনে আরো এই ধরনের ট্রেনিং -এর মাধ্যমে চাকরির ব্যাবস্থা করবে কারখানা কর্তৃপক্ষ।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন হলদিয়া ফ্যাক্টরি ইন্সপেক্টর দেবান দে হলদিয়া কর্ম বিনিয়োগে কেন্দ্রীয় ডেপুটি ডাইরেক্টর উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত, লাল বাবা সিমলেস টিউব ম্যানেজিং ডাইরেক্টর কৃষ্ণ ধানুকা, প্রদীপ আগারওয়াল কনসালটেন্ট, ছিলেন নিশীথ ধানুকাও নিকুঞ্জ ধানুকা (হলদিয়া লালবাবা সিমলেশ টিউব) ম্যানেজিং ডাইরেক্টর , ভবানীপুর থানার পুলিশ অফিসার প্রভাকর নায়েক, ছিলেন কারখানার ম্যানেজার নীলাদ্রি ভট্টাচার্য প্রমুখ।

No comments