রাজ্য রেফারি সংস্থার ৯০ তম বার্ষিক সাধারণ সভা। এই সভায় গঠিত হল রাজ্য রেফারি সংস্থা (Calcutta Referees'Association)র পরিচালন কমিটিগত ২ রাত জুলাই,২০২৩ তারিখ কোলকাতায় অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য রেফারি সংস্থার ৯০ তম বার্ষি…
রাজ্য রেফারি সংস্থার ৯০ তম বার্ষিক সাধারণ সভা। এই সভায় গঠিত হল রাজ্য রেফারি সংস্থা (Calcutta Referees'Association)র পরিচালন কমিটি
গত ২ রাত জুলাই,২০২৩ তারিখ কোলকাতায় অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য রেফারি সংস্থার ৯০ তম বার্ষিক সাধারণ সভা। এই সভায় গঠিত হল রাজ্য রেফারি সংস্থা (Calcutta Referees'Association)র পরিচালন কমিটি। আগামী ২ বছর এই কমিটি সংস্থার কার্জ পরিচালনা করবেন।
১৯ জনের পরিচালন কমিটিতে -
সভাপতি - ভোলানাথ দত্ত
সহ সভাপতি - হরিসাধন ঘোষ
অরিন্দম ভট্টাচার্য
সম্পাদক - উদয়ন হালদার
সহ সম্পাদক - তুষার কান্তি গুহ
কোষাধ্যক্ষ- অজিত দত্ত
সহকারী কোষাধ্যক্ষ- অরবিন্দ বেরা
কাউন্সিল সদস্য -
অনামিকা সেন , দেবাশীষ মিশ্র প্রবীর ধর রথীন মুখার্জি সুব্রত দাস সুনন্দ কুমার বোস জয়ন্ত ব্যানার্জি বাপি দে ত্রিদিবনাথ হাজরা (পূর্ব মেদিনীপুর)
শিবনাথ চক্রবর্তী ( হাওড়া) গোপীনাথ পাইন ( চন্দননগর) শিবু রুদ্র ( বর্ধমান)
প্রাক্তন ফিফা রেফারি উদয়ন হালদার দ্বিতীয় বারের জন্য সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পরিচালন কমিটিতে এই প্রথম বার পূর্ব মেদিনীপুর জেলা অন্তর্ভুক্ত হয়েছে। এশিয়া মহাদেশের প্রথম রেফারি সংস্থা হল Calcutta Referees' Association।দীর্ঘ ৯০ বছর ধরে এই সংস্থা বহু প্রথিতযশা রেফারি উপহার দিয়েছেন ।
No comments