Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! কি কাণ্ড? প্রাক্তন শিক্ষক ভোটার তালিকায় মৃত বা ডিলিট আফসোস এবারে ভোট দিতে পারবেন না

কি কাণ্ড? প্রাক্তন শিক্ষক ভোটার তালিকায় মৃত বা ডিলিট আফসোস এবারে ভোট দিতে পারবেন নাভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/v8Aj49_GrTI

জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করলেন নির্বাচন কমিশনার। কি কান্ড একসময় তিনি বহু ছাত্রকে মানুষ করে…

 


 কি কাণ্ড? প্রাক্তন শিক্ষক ভোটার তালিকায় মৃত বা ডিলিট আফসোস এবারে ভোট দিতে পারবেন না

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/v8Aj49_GrTI



জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করলেন নির্বাচন কমিশনার। কি কান্ড একসময় তিনি বহু ছাত্রকে মানুষ করেছেন শিক্ষায় সুশিক্ষিত করেছেন শিক্ষার মেরুদন্ড  শিক্ষক সৈয়দ আব্দুল মান্নান  চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে বিজরামপুর গ্রাম ।দীর্ঘদিন ধরে বামপন্থী আন্দোলন করতেন । অবসর নিয়েছেন প্রায় ১৬ বছর আগে। এখন সরকারি পেনশন ভুক্ত।  ভোটার তালিকায় কি আছে সাধারণ মানুষ জানবে কি করে? তার ভোটার তালিকায় নাম আছে কিনা? 

ভোটের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট  প্রচারের জন্য হঠাৎই নিব্বাচনের যে ভোটার তালিকা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে দেখতে পায় প্রাক্তন শিক্ষক সৈয়দ আব্দুল মান্নান তার নামের উপর ডিলিট হিসেবে রয়েছেন। ছুটে গেলেন সুতাহাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে । তিনি জানিয়ে দিয়েছেন তিনি এবারে ভোট দিতে পারবেন না। 

 কিন্তু কেন এমন হলো সমস্ত রাজনৈতিক দলের প্রতিক্রিয়া উনার ভোট দেওয়া দরকার ছিল উন্নয়নে একটি ভোট বিশেষ করে গ্রাম এলাকার ভোট বহু মূল্যবান বহুদিন শিক্ষকতা করেছেন তিনি।  প্রথম থেকে ভোট দিয়ে আসছেন এক সময় ভোট কর্মী ছিলেন। 

 কিন্তু আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোট দরজা গড়ায় ।গ্রামের উন্নয়নের ভোট, সেই ভোট দিতে পারবেন না প্রাক্তন শিক্ষক সৈয়দ আব্দুল মান্নান।  রাজনৈতিক দলের প্রার্থী বিডিও অফিসে সঙ্গে কথা বলবেন যাতে ভোট দেওয়া যায় প্রত্যেকেই দেখবেন বলে জানালেন। আফসোস করে বলেন এবারে ভোট দিতে পারবেন না প্রাক্তন শিক্ষক সৈয়দ আব্দুল মান্নান।


 

 

No comments