অনলাইন প্রপার্টি ট্যাক্সের উদ্বোধন
হলদিয়া পৌরসভা ৩১ শে জুলাই সোমবার থেকে শুরু হলো আপডেট সফটওয়্যার এর মাধ্যমে অনলাইন প্রপার্টি ট্যাক্স জমা নেওয়ার কাজ । শুভ উদ্বোধন করলেন হলদিয়া পৌরসভা কার্যনির্বাহী আধিকারিক তাপস মুখোপাধ্যায় উ…
অনলাইন প্রপার্টি ট্যাক্সের উদ্বোধন
হলদিয়া পৌরসভা ৩১ শে জুলাই সোমবার থেকে শুরু হলো আপডেট সফটওয়্যার এর মাধ্যমে অনলাইন প্রপার্টি ট্যাক্স জমা নেওয়ার কাজ ।
শুভ উদ্বোধন করলেন হলদিয়া পৌরসভা কার্যনির্বাহী আধিকারিক তাপস মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন ফিন্যান্স অফিসার দুলাল সরকার প্রমূখ।
অনলাইনে সম্পত্তি কর আদায়ের জন্য ‘অনলাইন প্রপার্টি ট্যাক্স ইনফর্মেশন অ্যান্ড কালেকশন সিস্টেম' সংক্ষেপে অপটিকস চালু করল হলদিয়া পুর কর্তৃপক্ষ। অনলাইন মিউটেশন এবং ই-টেন্ডার পদ্ধতির পর এবার প্রপার্টি ট্যাক্স আদায়ে অপটিকস চালু হয়েছে। বাড়ি বা অফিসে বসে ট্যাক্স মেটাতে পারবেন বাসিন্দারা। সুবিধে হবে শিল্পসংস্থাগুলিরও। মোট ছ'টি ধাপে ট্যাক্স মেটানোর প্রক্রিয়া শেষ হবে। প্রথমে পুরসভার অপটিকস সিস্টেমে গিয়ে প্রপার্টি ট্যাক্স অনলাইন ক্লিক করতে হবে। এরপর কোন জেলা, কোন পুরসভা, কত নম্বর ওয়ার্ড, হোল্ডিং নম্বর এই স্টেপগুলিতে ক্লিক করতে হবে। এরপর ধাপে ধাপে টাকা পেমেন্ট করার অপশন আসবে। পুরসভার এগজিকিউটিভ অফিসার তাপস মুখোপাধ্যায় বলেন, অপটিকসের জন্য গত তিন মাস প্রপার্টি ট্যাক্স আদায় বন্ধ ছিল। সমস্ত ডেটা এন্ট্রি করে নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হয়। পরে ওই দপ্তরের আইটি সেলে যায়। ওয়েবল সংস্থা পুরসভায় এই সিস্টেম লাগু করেছে। অনলাইনে প্রপার্টি ট্যাক্স দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় এবার কর আদায় বাড়বে বলে আশা করছে পুর কর্তৃপক্ষ।
No comments