পাঁচটি থানায় সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হলহলদিয়া উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া শিল্প কলকারখানা সহযোগিতায় শিল্প শহরে পাঁচটি থানা এলাকায় সিসি ক্যামেরা নজরদারি শুরু হল। হলদিয়া পৌরসভা হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং শিল্প-কারখানার কর্তৃ…
পাঁচটি থানায় সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হল
হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া শিল্প কলকারখানা সহযোগিতায় শিল্প শহরে পাঁচটি থানা এলাকায় সিসি ক্যামেরা নজরদারি শুরু হল। হলদিয়া পৌরসভা হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং শিল্প-কারখানার কর্তৃপক্ষের সহযোগিতায়
১.৬২ কোটি টাকায় ১৭১ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ সতীশ সামন্ত ভবনে আনুষ্ঠানিক সিসি ক্যামেরার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন পূর্ব মেদনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি ছিলেন জেলা সুপারিস্টেন্ট পুলিশ অমরনাথ কে উপস্থিত ছিলেন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর উন্নয়ন পর্ষদের সি ইও কুণ্হাম সুধীর এবং হলদিয়া রিফাইনারি হেড তন্ময় সান্যাল প্রমূখ।
No comments