Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোটের মুখে পাট্টা বিলি করল হলদিয়া উন্নয়ন পর্ষদ

ভোটের মুখে পাট্টা দিল হলদিয়া উন্নয়ন পর্ষদ কটাক্ষ বিএমএস রাজ্য সহ-সভাপতি -প্রদীপ
হলদিয়া শহরে জন্মলগ্ন থেকে শিল্প বহু জায়গা অধিগ্রহণ হয়েছিল। বহু মানুষ প্লট পেয়েছে অনেকে পায়নি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ১৯৬৮ সাল…

 



 ভোটের মুখে পাট্টা দিল হলদিয়া উন্নয়ন পর্ষদ কটাক্ষ বিএমএস রাজ্য সহ-সভাপতি -প্রদীপ


হলদিয়া শহরে জন্মলগ্ন থেকে শিল্প বহু জায়গা অধিগ্রহণ হয়েছিল। বহু মানুষ প্লট পেয়েছে অনেকে পায়নি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ১৯৬৮ সালে বন্দর তৈরীর সময় ৬৮ টি মৌজায় অধিগ্রহণ হয়েছিল। বাসস্থান কর্মসংস্থান অনেকে পেলেও এখনো বহু মানুষ বাসস্থান কর্মসংস্থান থেকে অনেক দূরে রয়েছে। উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত সংগ্রাম কমিটির নাম করে প্রায় দীর্ঘ কয়েক বৎসর একটানা বন্দরে কার্যালয় জহর টাওয়ারের সামনে অবস্থানে বসেছিলেন।

 কিন্তু তারা কর্মসংস্থান পায়নি। ইতিমধ্যে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ ঝুপড়ি উচ্ছেদ অভিযান বহাল রেখেছেন। ভোট ব্যাংক ঠিক রাখার জন্য ঝুপড়ি উচ্ছেদ বিপক্ষে দাঁড়িয়েছেন নেতা নেতৃত্ব গন কিন্তু প্লট পেয়ে যাওয়ার পরও কেন রাস্তার ধারে ঝুপড়ি করে থাকবে। রাস্তা সংকোচ হবে সে নিয়ে বারে বারে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ দোষারোপ করেছেন হলদিয়া উন্নয়ন পর্ষদ কে । 

হলদিয়া পৌরসভার নির্বাচনের মুখেই উদ্বাস্তুদের পাট্টা বিলি হল হলদিয়া উন্নয়ন পর্ষদ সতীশ সামন্ত ভবন  সভাঘরে সংস্থার চেয়ারম্যান জ‍্যোতির্ময় কর,পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার অমরনাথ কে, এইচডিএ'র সিইও কোন্থাম সুধীর,হলদিয়া রিফাইনারির একজিকিউটিভ ডিরেক্টর ও প্ল‍্যান্ট হেড অতনু স‍্যান‍্যাল,হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে সহ অন‍্যান‍্য প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে নিয়ে এদিন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি পাট্টা বিলি করেন । হলদিয়ার পাঁচটি কলোনিতে ৮৯জন দু:স্থ,উদ্বাস্তু মানুষকে ৪ থেকে ৬ ডেসিমল সরকারি জমি দেওয়া হয়েছে । পাঁচটি কলোনি মিলে দেওয়া হয়েছে ২.০৫৫ একর জমি । তার মধ্যে হলদিয়ার পূর্ব শ্রীকৃষ্ণপুর কলোনিতে ১.৪৭ একর জমি পেয়েছেন ৫৭ জন । ভবানীপুর পুনর্বাসন কলোনিতে ০.৩২ একর জমি পেয়েছেন ১৪ জন । ০.১৬ একর জমি শহিদ ক্ষুদিরাম কলোনিতে ৫জনকে দেওয়া হয়েছে । দুর্গাচক নিউ কলোনিতে ৮জনকে দেওয়া হয়েছে ০.০৬৫ একর জমি । ০.০৪ একর জমি গান্ধিনগর পুনর্বাসন কলোনিতে ৫ জনকে দেওয়া হয়েছে । জমির পাট্টা বিলি করে এদিন জেলাশাসক জানান,"এই জমি কখনো হস্তান্তর করা যাবে না । পাট্টা প্রাপকদের পাশে সরকার আছে । আজকের ঘটনায় ফের প্রমাণিত হল । " তবে রাস্তা দখল করে বাড়ি বানিয়ে থাকা যাবে না কোথাও । সরকারের দেওয়া জায়গাতে সরে যেতে অনুরোধ করেছেন জেলাশাসক । হলদিয়াকে সুন্দর করে গড়ার পরামর্শ দিয়েছেন তিনি । পাট্টা বিলিতে কেন্দ্র করে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সহ-সভাপতি  প্রদীপ বিজলী বলেন দীর্ঘ কয়েক বৎসর টালবাহানা করেছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। বহু মানুষ এখনো প্লট পায়নি কর্মসংস্থান ও পায়নি। হলদিয়া উন্নয়ন পর্ষদের কাছে জায়গা থাকা সত্ত্বেও এতদিন কেন দিল না । সামনে যখন পৌরসভা নির্বাচন আর সেই সময় ৮৯ জনকে পাট্টা তুলে দেওয়া হল। রাজনীতির চেষ্টা করছে শাসক দল । এখনো বহু মানুষ পাট্টা পেলেন না কারা সেই সময়কালে পাটনা পার অধিকার রয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করুক শাসক দল। বহু জায়গা বেদখল হয়ে যাচ্ছে সেদিকে নজর নেই উন্নয়ন পর্ষদের।  বহু মানুষ এখনো কর্মসংস্থান মাথা গোজার প্লট  পায়নি। আজকের যারা প্লট পেলেন প্রকৃত কি সেদিন তারা উদ্বাস্তু হয়েছিলেন। কিসের ভিত্তিতে আজকে তাদের দেওয়া হল, না রাজনৈতিক নেতাদের নামের তালিকা অনুযায়ী প্লট দেওয়া হল। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন সময় কারখানার জন্য জায়গা অধিগ্রহণ করেছেন সরকার অধিকৃত জায়গায় যারা এখনো প্লট পায়নি তাদের নামের তালিকা প্রকাশ করুক উন্নয়ন পর্ষদ। আজ যারা প্লট পেলেন তারা কোন মৌজায় কত সালের উদ্বাস্তু, কি কারখানা হয়েছে  তার তালিকা  প্রকাশ করুক। 

No comments