হলদিয়াতে অনুষ্ঠিত হলো ধিক্কার মিছিল ও পথসভা
হলদিয়া বন্দর ঃ মনিপুরে মহিলাদের উপর নারকীয় অত্যাচার ও গণসন্ত্রাসের বিরুদ্ধে অপদার্থ কেন্দ্রীয় সরকারের নীরব ভূমিকার প্রতিবাদে হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে হলদিয়াতে সিটিসেন্টার …
হলদিয়াতে অনুষ্ঠিত হলো ধিক্কার মিছিল ও পথসভা
হলদিয়া বন্দর ঃ মনিপুরে মহিলাদের উপর নারকীয় অত্যাচার ও গণসন্ত্রাসের বিরুদ্ধে অপদার্থ কেন্দ্রীয় সরকারের নীরব ভূমিকার প্রতিবাদে হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে হলদিয়াতে সিটিসেন্টার অম্বুজা শপিং মলের সামনে অনুষ্ঠিত হলো ধিক্কার মিছিল ও পথসভা।উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি সেক আজগর আলী (পল্টু),তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের সম্পাদক সাধন চন্দ্র জানা, তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের অন্যতম সদস্য অর্নব দেবনাথ,হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মালি,হলদিয়া শহর তৃণমূল বঙ্গজননী বাহিনীর সভানেত্রী দিপালী দেবনাথ বাগ,ছাত্রনেতা রাজেশ খান, শ্রমিকনেতা শিবনাথ সরকার,সংখ্যালঘুনেতা সেক আরিফ হোসেন,এছাড়াও অনান্য বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ।
No comments