Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৬ ই আগস্ট থেকে শুরু হচ্ছে হলদিয়া রিফাইনারি শাটডাউনের কাজ

১৬ ই আগস্ট থেকে শুরু হচ্ছে হলদিয়া রিফাইনারি শাটডাউনের কাজ রক্ষণাবেক্ষণের (শাটডাউন) কাজ হবে হলদিয়া রিফাইনারিতে। তার আগে 'ডিরেক্টর অফ ফ্যাক্টরিজ' রিফাইনারি কর্তৃপক্ষকে সুরক্ষা অডিট করানোর নির্দেশ দিয়েছে।হলদিয়া রিফাইনারি…

 



১৬ ই আগস্ট থেকে শুরু হচ্ছে হলদিয়া রিফাইনারি শাটডাউনের কাজ

 রক্ষণাবেক্ষণের (শাটডাউন) কাজ হবে হলদিয়া রিফাইনারিতে। তার আগে 'ডিরেক্টর অফ ফ্যাক্টরিজ' রিফাইনারি কর্তৃপক্ষকে সুরক্ষা অডিট করানোর নির্দেশ দিয়েছে।

হলদিয়া রিফাইনারি শাটডাউনের কাজ শুরু হতে চলেছে আগামী ১৬ অগস্ট। চলবে অন্তত ৩০ দিন। ২০২১ সালে ২১ ডিসেম্বর শাটডাউন চলাকালীনই অগ্নিকাণ্ড তিন জনের মৃত্যু এবং ৪৪ জন জখম হয়েছিলেন। সেই ভয়ানক অভিজ্ঞতা থেকে সুরক্ষার জন্য এবার রিফাইনারি কর্তৃপক্ষকে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে ডিরেক্টর অফ ফ্যাক্টরিজ'। নির্দেশিকায় বলা হয়েছে, শাটডাউনের আগে এবং শাটডাউন চলাকালীন একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে সুরক্ষা সংক্রান্ত অডিট করতে হবে। পেট্রোলিয়াম সংস্থায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞদের দিয়ে সুরক্ষা অডিট করতে হবে। ডিরেক্টর অফ ফ্যাক্টরিজে'র ইনস্পেক্টর দেবায়ন দে বলেন, "শাটডাউন চলাকালীন কোনও দুর্ঘটনা যাতে না ঘটে, সেই জন্য একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে হলদিয়া রিফাইনারি কর্তৃপক্ষকে। সুরক্ষা অডিট করানোরও নির্দেশ দেওয়া হয়েছে।"

নির্দেশিকা পাওয়া মাত্রই হলদিয়া রিফাইনারি কর্তৃপক্ষ একটি স্বতন্ত্র সংস্থার মাধ্যমে পাঁচ সদস্যের একটি দলের মাধ্যমে সুরক্ষা অডিট করানোর কাজ শুরু করেছে। সেই দলে নেতৃত্ব দিচ্ছেন হলদিয়া রিফাইনারির প্রাক্তন এগজিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর গঙ্গোপাধ্যায়। হলদিয়া রিফাইনারি সূত্রে খবর, শুভঙ্করের ৩৫ বছরের অভিজ্ঞতা রয়েছে রিফাইনারিতে কাজ করার। সেই অভিজ্ঞতাকে সুরক্ষার কাজে লাগানোর চেষ্টা করছেন রিফাইনারি কর্তৃপক্ষ। হলদিয়ারি রিফাইনারির প্ল্যান্ট হেড অতুন সান্যাল বলেন, “হলদিয়া রিফাইনারি কর্তৃপক্ষ সুরক্ষা নিয়ে সর্বদা সচেতন। স্বতন্ত্র | সংস্থার মাধ্যমে বিশেষজ্ঞদের দিয়ে সুরক্ষা অডিট করানো হচ্ছে।"

No comments