নন্দকুমারে নতুন ট্রাফিক অফিস ও পুলিশ ফাঁড়ির উদ্বোধন
জেলার প্রবেশদ্বার নন্দকুমার। দিঘা হোক কিংবা শিল্প শহর হলদিয়ায় যেতে হলে নন্দকুমারের উপর দিয়ে যেতে হয়।মেচেদা থেকে হলদিয়া ১১৬ নম্বর জাতীয় সড়ক আবার দিঘা যেতে হলে নন্দকুমার থেকে ১১৬ ব…
নন্দকুমারে নতুন ট্রাফিক অফিস ও পুলিশ ফাঁড়ির উদ্বোধন
জেলার প্রবেশদ্বার নন্দকুমার। দিঘা হোক কিংবা শিল্প শহর হলদিয়ায় যেতে হলে নন্দকুমারের উপর দিয়ে যেতে হয়।মেচেদা থেকে হলদিয়া ১১৬ নম্বর জাতীয় সড়ক আবার দিঘা যেতে হলে নন্দকুমার থেকে ১১৬ বি জাতীয় সড়ক ধরে যেতে হয়। ফলে প্রতিনিয় হাজার হাজার গাড়ি যাতায়াত করে থাকে। প্রায়শই নন্দকুমার চৌরাস্তায় যানজট সৃষ্টি হয়। সেই যানজট সরিয়ে যাতে ঠিক পরিষেবা প্রদান করা যায় তার জন্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নন্দকুমারে ট্রাফিকের নতুন অফিস খোলা হোলো।অপরদিকে নন্দকুমার এর ঠাকুর চক এ অতিরিক্ত পরিষেবা প্রদান এর জন্যে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হয়। নন্দকুমার থানা থেকে অনেক দূরত্ব হওয়ার কারণে কিছু সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ, সেই সমস্যা দূর করতেই এই উদ্যোগ জানান এসপি পূর্ব মেদিনীপুর
No comments