হলদিয়া রিফাইনারিকে ৮৪ একর জমির ছাড়পত্র দিল রাজ্য
ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশনের নতুন বিনিয়োগের জন্য হলদিয়ায় ৮৪ একর জমির ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার ৩১ শে জুলাই নবান্ন থেকে হলদিয়া ডেভলপমেন্ট অথরিটিকে সেই বার্তা জা…
হলদিয়া রিফাইনারিকে ৮৪ একর জমির ছাড়পত্র দিল রাজ্য
ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশনের নতুন বিনিয়োগের জন্য হলদিয়ায় ৮৪ একর জমির ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার ৩১ শে জুলাই নবান্ন থেকে হলদিয়া ডেভলপমেন্ট অথরিটিকে সেই বার্তা জানানো হয়েছে। সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা জানান হলদিয়া ডেভলপমেন্ট অথরিটির (এইচডিএ) চেয়ারম্যান জ্যোতির্ময় কর। হলদিয়ায় নতুন প্রকল্প রূপায়নের উদ্দেশ্যে ৬ মাস আগে জমি চেয়ে এইচডিএ-র কাছে আবেদন জানিয়েছিল আইওসি কর্তৃপক্ষ। সোমবার ৩১ শে জুলাই উন্নয়ন প্রকল্পের সভা চলাকালীন রাজ্যের দেওয়া এই জমি সংক্রান্ত ছাড়পত্র প্রকাশ করেন হলদিয়া এইচডিএ-র চেয়ারম্যান। হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের পাশে বাসুদেবপুর মৌজায় আইওসিকে এই ৮৪ একর জমি দেওয়া হচ্ছে। তা বাদে আইওসি-র চাহিদা অনুযায়ী আরও ২০ একর জমি ওই বাসুদেবপুর মৌজায় আইওসিকে দিতে প্রস্তুত এইচডিএ। সংস্থার সিইও কোন্থাম সুধীর জানান, “নতুন বিনিয়োগের জন্য আমরা জমি দিতে প্রস্তুত । আইওসি ওই জায়গায় আরও ২০ একর জমি চেয়েছে। আমরা তার জন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু করে দিয়েছি।” সব কিছু ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যে এইচডিএ আইওসি-র হাতে জমি তুলে দেবে। আর সেই জায়গাতেই হলদিয়ায় নতুন বিনিয়োগ ঘটবে।
No comments