Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া শিল্পাঞ্চলের নজরদারি সিসি ক্যামেরা খুঁটি হেলে গেল

হলদিয়া শিল্পাঞ্চলের নজরদারি  সিসি ক্যামেরা খুঁটি হেলে গেলভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/VSI3zUQlrlU

শিল্পশহর হলদিয়া থেকে বন্দরের ভিতর থেকে পন্য বাহি গাড়ি হাইজ্যাক হয়ে যায়। শিল্প শহর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের …

 



হলদিয়া শিল্পাঞ্চলের নজরদারি  সিসি ক্যামেরা খুঁটি হেলে গেল

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/VSI3zUQlrlU



শিল্পশহর হলদিয়া থেকে বন্দরের ভিতর থেকে পন্য বাহি গাড়ি হাইজ্যাক হয়ে যায়। শিল্প শহর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি সহযোগিতা এগিয়ে এসে ছিলেন হলদিয়ার ডেভলপমেন্ট অথরিটি।

এইচডিএর চেয়ারম্যান  জ্যোতির্ময় কর বলেছিলেন, হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে নজরদারির জন্য ১৬১টি সিটিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এজন্য ১কোটি ৭লক্ষ টাকা খরচ হবে। বিভিন্ন শিল্পসংস্থা এজন্য অর্থ সহায়তা দেবে। হলদিয়া ছাড়াও ১১৬নম্বর জাতীয় সড়কের কাপাসএড়িয়া পর্যন্ত বিভিন্ন জায়গায়, সমস্ত নদী ঘাটে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এই ক্যামেরার মাধ্যমে নজরদারি করবে পুলিস। এই কাজটি হবে প্রথম দফায়। এরপর আরও ক্যামেরা লাগানো হবে দ্বিতীয় পর্বে। হলদিয়া জুড়ে ক্যামেরা লাগানোর জন্য এইচডিএর কাছে আড়াই কোটি টাকার প্রকল্প জমা দিয়েছে পুলিস। সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে তারই মধ্যেই খুঁটিগুলো হেলে পড়ছে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্যে সহ-সভাপতি প্রদীপ বিজলী। তিনি বলেন যে কাজটা হচ্ছে তার দেখভাল করার কেউ নেই সেই জন্য কি এই ধরনের বেহাল কাজ।

No comments