Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিরব বন্ধু -মতিলাল দাস

নিরব বন্ধুমতিলাল দাস 
আসুন দেশের জনগণকরি বৃক্ষ রোপণ পাব মোরা অক্সিজেন সুস্থ থাকবে মন।
প্রতি পাড়ায় প্রতি বাড়িতেরোপণ অভিযানগাছ লাগান পরিবেশ বাঁচান হোক এই স্লোগান ।
একটি গাছ অসংখ্য প্রাণসুস্থ জীবন শক্তিকার্বন ডাই অক্সাইড শোষণ প্রক্রি…

 




নিরব বন্ধু

মতিলাল দাস 


আসুন দেশের জনগণ

করি বৃক্ষ রোপণ 

পাব মোরা অক্সিজেন 

সুস্থ থাকবে মন।


প্রতি পাড়ায় প্রতি বাড়িতে

রোপণ অভিযান

গাছ লাগান পরিবেশ বাঁচান 

হোক এই স্লোগান ।


একটি গাছ অসংখ্য প্রাণ

সুস্থ জীবন শক্তি

কার্বন ডাই অক্সাইড শোষণ প্রক্রিয়ায় 

করে দূষণ মুক্তি।


জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 

বৃক্ষ প্রয়োজন 

বৃক্ষ ছাড়া অসম্ভব 

সতেজ জীবন যাপন।


পৃথিবীটা মধু নিকুঞ্জ 

সুশীতল কায়া 

সবুজ শ্যামল স্নিগ্ধতায়

প্রাণদায়ী ছায়া। 


গাছ আমাদের নিরব বন্ধু 

করে বহু উপকার 

চলুন সবাই শপথ নিই 

কাটবনা গাছ আর !



অরন্য সপ্তাহ চলছে। আজ সকালে দোরো কসবেড়্যা প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। বিদ্যালয় চত্ত্বরে গাছ লাগানোর পাশাপাশি স্থানীয় মানুষজনের হাতে তুলে দেওয়া হল বিভিন্ন প্রজাতির ফুল ফল ও বৃক্ষ জাতীয় গাছ। উপস্থিত ছিলেন আমার অন্যতম পথপ্রদর্শক প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়েন, স্নেকম্যান নকুল ঘাঁটি, কবি ও শিক্ষিকা শ্রাবন্তী গায়েন, আবৃত্তি শিল্পী তরুন কুমার মাইতি, পরিবেশ প্রেমী সুকমল প্রধান, কবি প্রশান্ত সাহু, কবি পার্থপ্রতীম চ্যাটার্জি, শিক্ষক অনুপ পাঁজা, কবি ও শিক্ষক সুরজিত গুছাইত, শিক্ষক অরিন্দম দাস, আবৃত্তি শিল্পী সেঁজুতি জানা, সমাজকর্মী চিত্রা চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী হেলেন করন, নাট্যব্যাক্তিত্ব সুকুমার সামন্ত সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গ্রামবাসীগন।। দুষনে ভরা শিল্পনগরী হলদিয়াকে সবুজে ভরিয়ে তুলতে আসুন সবাই সবুজের বন্ধনে আবদ্ধ হই।

No comments