ফের উত্তপ্ত ময়না ময়না ইজমালচক এলাকায় বোমা গুলি চলার অভিযোগ ঘটনাস্থলে পুলিশ এবং বিশাল র্যাফ পঞ্চায়েত ভোটের শেষ দিনে আবার উত্তপ্ত হয়ে উঠলো ময়নার হি ইজমাল চক এলাকা এবং তিন মাথার মোড়ে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষের হঠাৎ সংঘর্ষ…
ফের উত্তপ্ত ময়না ময়না ইজমালচক এলাকায় বোমা গুলি চলার অভিযোগ ঘটনাস্থলে পুলিশ এবং বিশাল র্যাফ
পঞ্চায়েত ভোটের শেষ দিনে আবার উত্তপ্ত হয়ে উঠলো ময়নার হি ইজমাল চক এলাকা এবং তিন মাথার মোড়ে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষের হঠাৎ সংঘর্ষ বাদে গুলি চলার অভিযোগ ওঠে ঘটনা স্থলে পৌঁছায় ময়নার বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ।
No comments