পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শেষ লগ্নে জোর কদমে চলছে মিছিল ও পথ সভা
হলদিয়া বন্দরঃ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এরিয়ার উন্নয়ন কে তরান্বিত করতে সুতাহাটা ব্লকের কুঁকড়াহাটি অঞ্চলের শ্রীধরপুর ৫৭ নং বুথে গ্রাম পঞ্চায়েতের প্রার…
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শেষ লগ্নে জোর কদমে চলছে মিছিল ও পথ সভা
হলদিয়া বন্দরঃ আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এরিয়ার উন্নয়ন কে তরান্বিত করতে সুতাহাটা ব্লকের কুঁকড়াহাটি অঞ্চলের শ্রীধরপুর ৫৭ নং বুথে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মুক্তারণ নেশা ও মফিদা বিবি,পঞ্চায়েত সমিতির প্রার্থী কণিকা বাড়ই দাস , জেলা পরিষদের প্রার্থী অভিষেক দাস কে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জোর কদমে চলছে মিছিল ও পথ সভা।উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস কমিটির অণ্যতম সদস্য অর্নব দেবনাথ,জেলা সম্পাদক অনিল জানা,হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সেক সফিউর রহমান,গ্রাম পঞ্চায়েতের দুই প্রার্থী মুক্তারুণ নেশা,মফিদা বিবি এছাড়াও উপস্থিত ছিলেন অনান্য বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ।
No comments