Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় প্রান্তিক মহিলাদের ক্ষমতায়ন লক্ষ্যে আইনি সচেতনতা শিবির

হলদিয়ায় প্রান্তিক মহিলাদের ক্ষমতায়ন লক্ষ্যে আইনি সচেতনতা শিবিরভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/qWG2RIkVZ4A জাতীয় মহিলা কমিশন ও জেলা ন্যাশনাল লিগ্যাল সেলের উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কেন্দ্রের ব্যবস্থা…

 




হলদিয়ায় প্রান্তিক মহিলাদের ক্ষমতায়ন লক্ষ্যে আইনি সচেতনতা শিবির

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/qWG2RIkVZ4A

 জাতীয় মহিলা কমিশন ও জেলা ন্যাশনাল লিগ্যাল সেলের উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কেন্দ্রের ব্যবস্থাপনায় হলদিয়া পৌরসভা প্রেস কর্নারে  প্রান্তিক মহিলাদের ক্ষমতায়ন লক্ষ্যে অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান জেলা জর্জ  প্রিয়ব্রত দত্ত আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শ্রী সমরেশ বেরা,   হলদিয়া আইন মহাবিদ্যালয়ের অধ্যাপিকা  অঙ্কিতা মুখোপাধ্যায় ,  আইনজীবী সুদীপ্তা মন্ডল । ৬০-৬৫ জন মহিলা এই অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা সহজ সরল ভাষায় নারীদের সুরক্ষায় কি কি আইন আছে তা তুলে ধরেন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শ্রী সমরেশ বেরা নারীদের যেকোন আইনি সমস্যায় বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার আশ্বাস দেন। এর পাশাপাশি NALSA App অংশগ্রহণ কারীদের মোবাইলে ডাউনলোড করার পদক্ষেপ গুলি হাতে কলমে শেখান।  অডিও ভিজ্যুয়াল মাধ্যম বক্তারা তাদের বক্তব্য তুলেধরেন।  অংশগ্রহণ কারীদের Administrative Kit Bag প্রদান করাহয়। অনুষ্ঠান শেষে প্রশ্ন উত্তর পর্ব রাখা হয়।

No comments