বোমা বিস্ফোরণের ফলে নন্দীগ্রামে আহত ১১ বছরের বালকভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/FG3fpllSAgU
নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মনোহরপুর গ্রামে তেরপেখিয়া রেয়াপাড়া রাজ্য সড়কের পাশে। একটি ইটভাটার সামনে জল পাইপের নিচে অজ্ঞাত কিছু …
বোমা বিস্ফোরণের ফলে নন্দীগ্রামে আহত ১১ বছরের বালক
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/FG3fpllSAgU
নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মনোহরপুর গ্রামে তেরপেখিয়া রেয়াপাড়া রাজ্য সড়কের পাশে। একটি ইটভাটার সামনে জল পাইপের নিচে অজ্ঞাত কিছু বস্তু দেখতে পেয়ে বছর ১১র একটি বালক পা দেয়। পা দেওয়ার সঙ্গে সঙ্গে বোম বিস্ফোরণ ঘটে। পরবর্তী সময়ে পুলিশ এসে আরও দুটি বোম উদ্ধার করে। আহত বালককে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য।
No comments