গ্রামের সরকার তৈরি করার উদ্যোগে এবারের প্রার্থী দুই ভ্যানচালকসুতাহাটায় ভোটের ময়দানে চর্চা চলছে ভ্যানচালক ও ১০০দিনের কাজের শ্রমিক দুই সিপিএম প্রার্থীকে নিয়ে। সুতাহাটার গুয়াবেড়িয়া অঞ্চলের কৃষ্ণনগরের দুই শ্রমজীবী প্রার্থী জনসংযোগে প…
গ্রামের সরকার তৈরি করার উদ্যোগে এবারের প্রার্থী দুই ভ্যানচালক
সুতাহাটায় ভোটের ময়দানে চর্চা চলছে ভ্যানচালক ও ১০০দিনের কাজের শ্রমিক দুই সিপিএম প্রার্থীকে নিয়ে। সুতাহাটার গুয়াবেড়িয়া অঞ্চলের কৃষ্ণনগরের দুই শ্রমজীবী প্রার্থী জনসংযোগে পিছিয়ে দিয়ে তৃণমূল ও বিজেপিকে। কৃষ্ণনগর দক্ষিণে ৭৩ নম্বর বুথের সিপিএম প্রার্থী নিরঞ্জন মালাকার পেশায় ভ্যানচালক এবং কৃষ্ণনগর উত্তরের ৭১ নম্বর বুথের প্রার্থী রাধারানি ভৌমিক ১০০দিনের কাজের শ্রমিক। বছর পয়তাল্লিশের নিরঞ্জন কৃষ্ণনগর স্কুল মোড় থেকে সুতাহাটা বাজার রুটে ভ্যানরিক্সা চালান। স্থানীয় বাম যুব নেতা এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী আক্তার হোসেন বলেন, নিরঞ্জন দীর্ঘদিনের বাম সমর্থক এবং দারুণ জনসংযোগ রয়েছে। করোনার সময় রেড ভলান্টিয়ারদের সঙ্গে যেভাবে পাশে থেকেছেন মানুষের, বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন মানুষ তা ভোলেনি। নিরঞ্জন বলেন, ভোটের জন্য রুটিরুজির রুটিন বদলেছি। সকালে দু'ঘন্টা কাজ করেই নেমে পড়ি প্রচারে।
No comments