খুব পরিচিত রামচন্দ্রপুর গ্রাম! খালপাড়ের ভোটার ভোট বয়কট করছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে রামচন্দ্রপুর গ্রামে ৪৮ নম্বর বুথে খালপাড়ের প্রায় ৭০ টা ভোটার তাদের রাস্তা ঠিক না…
খুব পরিচিত রামচন্দ্রপুর গ্রাম! খালপাড়ের ভোটার ভোট বয়কট করছে
পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে রামচন্দ্রপুর গ্রামে ৪৮ নম্বর বুথে খালপাড়ের প্রায় ৭০ টা ভোটার তাদের রাস্তা ঠিক না হওয়ার জন্য ভোট বয়কট করছে বলে জানালেন।
ভোট আসে ভোট যায় কিন্তু রাস্তার কাজ হয় না। পানীয় জল নেওয়ার জন্য বহু দূরে যেতে হয়। নেতৃত্বদের বলেও কোন কাজ হয়নি, প্রত্যেক নেতারাই ভোটের আগে মুখোশ পরে থাকে আর ভোট শেষ হলে আসল মুখোশ খুলে মুখ বেরিয়ে আসে। তখনই চেনেনা কাউকে বুড়ো আঙুল দেখিয়ে চলে যায় ।পাঁচ বছর পর আবার দেখা হবে টাটা বাই বাই। সুতাহাটা সমষ্টি উন্নয়ন দপ্তর বিডিও অফিসেও দরখাস্ত দিয়েছেন। তাতেও কোন কাজ হয়নি বাধ্য হয়ে গ্রাম উন্নয়ন থেকে তারা বিরত থাকতে চাইছেন ৭০ টি ভোটার।
No comments