বুথে বুথে রওনা হলেন ভোট কর্মীরা
রাত কাটলেই ৮ ই জুলাই গ্রাম পঞ্চায়েত ভোট। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ভোটের প্রস্তুতি প্রশাসন ও নির্বাচন কমিশনার নিয়েছেন। গত ৬ই জুলাই প্রচার কাজ শেষ হয়েছে। সেজে উঠছে প্রতিটি বুথ এলাকায় ১০০ মিটারের দ…
বুথে বুথে রওনা হলেন ভোট কর্মীরা
রাত কাটলেই ৮ ই জুলাই গ্রাম পঞ্চায়েত ভোট। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ভোটের প্রস্তুতি প্রশাসন ও নির্বাচন কমিশনার নিয়েছেন। গত ৬ই জুলাই প্রচার কাজ শেষ হয়েছে। সেজে উঠছে প্রতিটি বুথ এলাকায় ১০০ মিটারের দূরে প্রতিটি রাজনৈতিক দলের পতাকা ফেস্টুন প্লাগার।
আজ থেকে নির্দিষ্ট জায়গায় ডিসিআর এবং ভোট বাক্স , ব্যালট পেপার নিয়ে কড়া নিরাপত্তার সঙ্গে পুলিশের সঙ্গে পৌঁছে যাবে বুথ কর্মীরা । পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লক এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। চকদ্বীপা, বাড় উত্তর হিংলী, দেভোগ এবং দেউল পোতা। সেই সকল পঞ্চায়েত এলাকার বুথে বুথে ভোট কর্মীরা পৌঁছে যাচ্ছেন আজ চকদ্বীপা স্কুল থেকে ডিসিআর ভোট বাক্স ব্যালট পেপার নিয়ে রওনা হচ্ছেন ভোট কর্মীরা।
No comments