দুঃস্হ ছাত্রছাত্রীদের বই বিতরণ
হলদিয়া,জুলাই ১৪: জয়নগর হাই স্কুলের বুক ব্যাঙ্কের উদ্যোগে আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ১২৫ জন দুঃস্হ-মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে সমস্ত বিষয়ের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।সৌজন্যে বিদ্যালয়ের বিদায়ী শি…
দুঃস্হ ছাত্রছাত্রীদের বই বিতরণ
হলদিয়া,জুলাই ১৪: জয়নগর হাই স্কুলের বুক ব্যাঙ্কের উদ্যোগে আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ১২৫ জন দুঃস্হ-মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে সমস্ত বিষয়ের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।সৌজন্যে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক শ্রী প্রশান্ত চক্রবর্তী যিনি তাঁর স্বর্গীয় পিতৃদেব ও এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কালিদাস চক্রবর্তী মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে পঞ্চাশ হাজার টাকা বুক ব্যাঙ্কে দান করে এক অনন্য নজির সৃষ্টি করেন৷এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক স্বর্গীয় সত্যেশ্বর সাহুর স্মৃতিতে অর্থ প্রদান করেন তাঁর কন্যা মিতা মাইতি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দেবাশীষ গুছাইত৷ বিজ্ঞান বিভাগের ছাত্রী বিউটি বাগ ৫৫০০/টাকার বই ৫৫০/টাকায় ও পরানচক শিক্ষা নিকেতনের কল বিভাগের ছাত্র অপূর্ব দাস ৩৮০০/টাকার বই ৩৮০/ টাকায় পাওয়ায় তাদের পড়াশুনার পথ সুগম হল বলে জানায়।আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বুক ব্যাঙ্কের কর্ণধার কানাই মহন্ত,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল চন্দ্ৰ সাহু প্রমুখ।কানাইবাবুর কথায় ২০০৮ সালে তাঁরই উদ্যোগে প্রতিষ্ঠিত এই বুক ব্যাঙ্ক থেকে প্রতি বছর সাত-আট লাখ টাকার বই লেনদেন করা হয়।ছাত্রছাত্রীদের থেকে নেওয়া দশ শতাংশ অর্থ মূল্য জমিয়ে তিনি পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্কে গচ্ছিত রেখেছেন যার সুদের টাকায় প্রতি বছর অতিরিক্ত বই কেনা হয়।তাঁর বর্তমানে ও অবর্তমানে বিদ্যালয়ের দুঃস্হ ছাত্রছাত্রীরা একইভাবে এই বুক ব্যাঙ্ক থেকে বই পাবে৷ভবিষ্যতে এই গচ্ছিত টাকার পরিমান দশ লক্ষ টাকা করাই তাঁর এক মাত্র লক্ষ্য।
No comments