এগরাতে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন - শুভেন্দু
উপমুখ্যমন্ত্রী অফার দিয়েছিল ছুড়ে ফেলে দিয়ে চলে এসেছি বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী।“২০২০ সালের লাস্ট পয়লা ডিসেম্বর উপমুখ্যমন্ত্রী অফার দিয়ে…
এগরাতে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন - শুভেন্দু
উপমুখ্যমন্ত্রী অফার দিয়েছিল ছুড়ে ফেলে দিয়ে চলে এসেছি বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী।“২০২০ সালের লাস্ট পয়লা ডিসেম্বর উপমুখ্যমন্ত্রী অফার দিয়েছিল। সেটাও ছুড়ে ফেলে দিয়ে চলে এসেছি।” এগরায় সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার ৫ ই জুলাই পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের দুবদাতে বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনে সভা ছিল বিজেপির। এই সভায় প্রধান বক্তা ছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকারকে একাধিক কটাক্ষ করার পাশাপাশি বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, “আমার কাছ থেকে কিছু কাড়িয়ে নেয়নি । কাজ করেনি। পাঁচটা দপ্তরের মন্ত্রী ছিলাম। ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। লাস্ট ১লা ডিসেম্বর ২০২০ সালে উপ মুখ্যমন্ত্রীর অফার দিয়েছিল। সেটাও ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি। কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। রাষ্ট্রবাদকে বাঁচাতে হবে।” এরপর তিনি রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তোলেন। বলেন পশ্চিমবঙ্গে একটা ও শিল্প নেই। তিনি কটাক্ষ করে বলেন “এরাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে।” এগরার সভাতে শুভেন্দু অধিকারী এই মন্তব্যে জেরে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল।
No comments