চৈতন্যপুরে জাতীয় কংগ্রেসের সভায়- লক্ষ্মণআগামী ৮ জুলাই ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন। আর কয়েকদিন পরেই প্রচারের শেষ মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার সভা সমিতি করছেন। জাতীয় কংগ্…
চৈতন্যপুরে জাতীয় কংগ্রেসের সভায়- লক্ষ্মণ
আগামী ৮ জুলাই ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন। আর কয়েকদিন পরেই প্রচারের শেষ মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার সভা সমিতি করছেন। জাতীয় কংগ্রেস এবারে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দিয়েছেন। আজ হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় চৈতন্যপুর বাজারে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীদের সমর্থনে সমাবেশ উপস্থিত ছিলেন রাজ্যের জাতীয় কংগ্রেসের সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র শেঠ, এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া এবং সুতাহাটা ব্লকে জাতীয় কংগ্রেসের মনোনীত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থী গন। সভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেসের অন্যতম নেতৃত্ব প্রণব দাস।
প্রদেশ সহ সভাপতি লক্ষ্মণ শেঠ বলেন আমরা সিপিএমের সঙ্গে প্রকাশ্যে জোট করিনি ঠিকই কিন্তু চোর তৃণমূলকে এবং সাম্প্রদায়িক দল বিজেপিকে ঠেকাতে বামফ্রন্টের অর্থাৎ সিপিআইএমের সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় জোট করেছি। তাই যেখানে হাত কংগ্রেসের প্রতীকের প্রার্থী থাকবে না সেখানে ভোটারদের বামফ্রন্টের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য তিনি আহবান করলেন। তিনি বললেন সব থেকে আমার স্বপ্নের একটি প্রকল্প কুকড়াহাটি থেকে রায়চক গঙ্গার উপরে সেতু একাজ সম্ভব হয়নি । যদি কোন সময় আমরা ক্ষমতায় আসি সেই প্রকল্প আমরা করব এবং হলদিয়া তথা পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষার নগরী হিসেবে বহু কলেজ ইতিমধ্যে স্থাপন হয়েছে। তবে আগামী দিনে বিশ্ববিদ্যালয় তৈরি করার তার সমস্ত পরিকাঠামো আমরা তৈরি করছি। বিশ্ববিদ্যালয়ের নাম হবে গৌতম বুদ্ধ আগামী ৮ জুলাই শনিবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থীদের হাত প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানালেন।
No comments