Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমেরিকার পথ কাঁপাচ্ছে হলদিয়ার লায়ন

আমেরিকার পথ কাঁপাচ্ছে হলদিয়ার লায়নইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবে ডিস্ট্রিক্ট গভর্নরদের নিয়ে সম্মেলন চলছে আমেরিকায় আমেরিকা সকল লায়নদের একত্রিত করে আমেরিকার পথে পথে স্লোগান মুখরিত হয়ে রেলি শুরু হয়েছে।হলদিয়া থেকে প্রতিনিধিত্ব…

 


আমেরিকার পথ কাঁপাচ্ছে হলদিয়ার লায়ন

ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবে ডিস্ট্রিক্ট গভর্নরদের নিয়ে সম্মেলন চলছে আমেরিকায় আমেরিকা সকল লায়নদের একত্রিত করে আমেরিকার পথে পথে স্লোগান মুখরিত হয়ে রেলি শুরু হয়েছে।

হলদিয়া থেকে প্রতিনিধিত্ব করছেন লায়ন শেখ মজাফফর ।

ইন্টারন্যাশনাল লায়ন আন্তর্জাতিক  সভাপতি ডঃ পট্টি হিল স্লোগান তুললেন এই বিশ্বকে আমরাই পরিবর্তন করতে পারি। এই শ্লোগানে সারা আমেরিকার শহর কেঁপে উঠল পরিবর্তনের ডাক দিলেন আন্তর্জাতিক লায়ন ডঃ পট্টি হিল।


No comments