এগরা ১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতে সবুজ ঝড় কার্যত ধরাশায়ী বিরোধীরামেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতে সবুজ ঝড় কার্যত ধরাশায়ী বিরোধীরা। আবির উড়িয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে উচ্ছাস তৃণমূলের। গ্রাম পঞ্চায…
এগরা ১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতে সবুজ ঝড় কার্যত ধরাশায়ী বিরোধীরা
মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতে সবুজ ঝড় কার্যত ধরাশায়ী বিরোধীরা। আবির উড়িয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে উচ্ছাস তৃণমূলের। গ্রাম পঞ্চায়েতে কার্যত সবুজ ঝড় বয়ে গেছে এগরা জেড়থানে আর তাতেই উচ্ছসিত ঘাস ফুল শিবির। এদিন জেড়থানে রীতিমতো সবুজ আবির উড়িয়ে নেচে এবং লক্ষীর ভান্ডার নিয়ে মিছিল করল তৃণমূল কর্মী সমর্থকরা।
যেখানে গ্রাম পঞ্চায়েতে ২২ টি আসনের মধ্যে 15 টি দুটি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জয় করেছে ঘাসফুল তৃণমূল শিবিরের কর্মীরা অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি তৃণমূল নেতা ফিরোজ খান এবং অতুল দাসের নেতৃত্বে পাশাপাশি পথযাত্রী ও একজন এলাকার বাসিন্দাদের মিষ্টিমুখ করান।
No comments